বৃষ্টি হোক বা বার্ধক্য—সময়ের আগে আসলে যেকোনও কিছুই ভীষণ বিরক্তিকর। অসময়ের বৃষ্টি থামানোর কোনও উপায় না থাকলেও অকাল বার্ধক্য রোধ করা যেতে পারে। ত্বকে বয়সের ছাপ এড়াতে অনেকেই বাজার চলতি বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকেন। সব প্রসাধনীগুলি যে সব সময়ে কার্যকর হয়, তা নয়। এই ধরনের ক্রিম কেনার আগে কয়েকটি জিনিস দেখা নেওয়া প্রয়োজন।
‘অ্যান্টি-এজিং ক্রিম’ কেনার আগে কোন উপকরণগুলি দেখে নেবেন?
১) রেটিনল
ভিটামিন এ সমৃদ্ধ রেটিনল বলিরেখা দূর করতে দারুণ কার্যকর। এর অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্য ত্বকের ক্ষতিগ্রস্থ কোষের মেরামতিতে সাহায্য করে। বার্ধক্য প্রতিরোধকারী ক্রিম কেনার আগে রেটিনল আছে কি না দেখে নিন।