প্রচণ্ড গরমে ঘেমে নাজেহাল? ব্যাগের ভিতর তো রয়েছে ভেজা টিস্যু। ধুলো-ধোঁয়ায় জেরবার নিজের মুখ পরিচ্ছন্ন রাখতে, একটু ঠান্ডার পরশ পেতে এমন সুগন্ধি টিস্যুতেই ভরসা রাখি আমরা। কিন্তু এই জাতীয় টিস্যুর ব্যবহার কি আদৌ স্বাস্থ্যকর?
আমেরিকার ‘নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি’-র গবেষক জন কুক মিলসের গবেষণা অনুযায়ী, যাঁরা নিয়মিত এই জাতীয় টিস্যু ব্যবহার করেন, তাঁদের ত্বক ক্রমশ রুক্ষ হয়ে যায়। তার কারণ এতে জীবাণু প্রতিরোধকারী এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, যা ত্বকের স্বাস্থ্যের জন্য মোটেই ভাল নয়।