ঠাকুর পুজোয় যে ফুলগুলি দেন, সেগুলি শুকিয়ে এলে তুলে ফেলে না দিয়ে বরং কাজে লাগাতে পারেন রূপচর্চায়। এমন কিছু ফুল আছে, যেগুলির রস চুলের জন্য খুবই স্বাস্থ্যকর। তাই দিয়েই বানিয়ে ফেলতে পারে হেয়ার প্যাক। দোকান থেকে রাসায়নিক দেওয়া প্রসাধনী না কিনে, বরং ফুল দিয়েই হোক কেশের পরিচর্যা। কোন ফুল দিয়ে কী ভাবে চুলের পরিচর্যা করা যাবে, তার কিছু উপায় রইল।
জবার গুণে ঝলমল করবে চুল
জবাফুলের মধ্যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এটি চুলে কেরাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে। জবাতে রয়েছে ভিটামিন ই, ভিটামিন সি, যা চুলের ঘনত্ব বৃদ্ধি করে, চুলের গোড়া মজবুত হয়। তবে জবাফুল ব্যবহার করতে হবে সঠিক উপায়ে।
৫-৬টি জবাফুল, ৮-১০টি জবাপাতা, ২-৩ চামচ নারকেল তেল নিয়ে নিন। জবাফুল ও পাতাগুলি ভাল ভাবে ধুয়ে নিন। এগুলি একসঙ্গে বেটে নিয়ে মিহি মিশ্রণ তৈরি করুন। প্রয়োজনে সামান্য জল যোগ করতে পারেন। এ বারে এর সঙ্গে নারকেল তেল মিশিয়ে দিন। মাস্কটি চুলের গোড়ায় ভাল করে মালিশ করে রেখে দিন ৩০-৪০ মিনিট। এর পর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
আরও পড়ুন:
গাঁদার রসে দূর হবে খুশকি
গাঁদাফুলে শক্তিশালী অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা খুশকি, মাথার ত্বকের শুষ্কতা এবং চুলকানি কমাতে সাহায্য করে। গাঁদার হেয়ার প্যাক বানাতে ৪-৫টি গাঁদাফুল, আধ কাপ টকদই ও ১ চামচ মধু নিতে হবে। আগে গাঁদা ফুলের পাপড়িগুলি ধুয়ে নিন। এর পর পাপড়ি, টকদই ও মধু একসঙ্গে ব্লেন্ড করে নিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। মাস্কটি চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে শ্যম্পু করে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই খুশকি দূর হবে, চুল পড়ার সমস্যাও কমবে।
অকালপক্বতা দূর করবে অপরাজিতা
অপরাজিতা ফুলের প্রাকৃতিক নীল রং চুল পড়া রোধ করে, পাকা চুলের সমস্যাও দূর করে। ৮-১০টি অপরাজিতা ফুল, ২ চামচ পেঁয়াজের রস ও এক চামচ ক্যাস্টর অয়েল নিতে হবে। অপরাজিতা ফুলগুলি পিষে নিয়ে মিহি মিশ্রণ তৈরি করুন। এর সঙ্গে পেঁয়াজের রস ও ক্যাস্টর অয়েল মিশিয়ে মাস্ক তৈরি করুন। এই মাস্ক মাথায় মেখে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।