Advertisement
E-Paper

ভাষা ‘অদ্ভুত’! তবে সাজে অনেক এগিয়ে জেন জ়ি, এ বার পুজোয় ফ্যাশনের পাঠ নিন তাদের থেকেই

‘ক্লাসিক ফ্যাশন’ বলতে যাঁরা অজ্ঞান, তাঁরা জেন জ়ি-র থেকে ফ্যাশনের পাঠ নিতে হবে জেনে নাক সিঁটকাতে পারেন, তবে যুগের হাওয়া বলছে, আগামী দিনে এই অদ্ভুত ভাষী, অদ্ভুত জীবন দর্শনের জেন জ়িদের ভাবনা চিন্তা ফ্যাশন দুনিয়াকে নতুন করে ভাবাতে চলেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৭

ছবি : সংগৃহীত।

ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী— পুজোর পাঁচটা দিন কী পরবেন ঠিক করে ফেলেছেন? নাকি এখনও শাড়ি পরবেন নাকি কুর্তি তাই নিয়ে ঘেঁটে আছেন। জেন জি-রা কিন্তু ‘সর্টেড’। তারা জানে কবে কী পরতে হবে। কী ভাবে আরামের সঙ্গে বিন্দুমাত্র বোঝাপড়া না করে সেরা স্টাইলের ছবিটি তুলে ফেলতে হবে ইনস্টাগ্রামের জন্য।

‘ক্লাসিক ফ্যাশন’ বলতে যাঁরা অজ্ঞান, তাঁরা জেন জ়ি-র থেকে ফ্যাশনের পাঠ নিতে হবে জেনে নাক সিঁটকাতে পারেন, তবে যুগের হাওয়া বলছে, আগামী দিনে এই অদ্ভুত ভাষী, অদ্ভুত জীবন দর্শনের জেন জ়িদের ভাবনা চিন্তা ফ্যাশন দুনিয়াকে নতুন করে ভাবাতে চলেছে।

ইতিমধ্যেই তার ছাপ দেখা যাচ্ছে সর্বত্র। এবছরের বেশ কিছু জেন জ়ি ফ্যাশন ট্রেন্ড বলছে, তারা একই সঙ্গে আরামদায়ক, কেতাদুরস্ত এবং স্মার্ট। উপরন্তু জেন জ়ি-র পছন্দের কিছু পোশাক ঐতিহ্য এবং আধুনিক ভাবনার মধ্যে বেশ একটা জোড়ালো সুতো বেঁধে রেখেছে। তাদের হাত ধরে ফ্যাশনে নতুন করে ফিরেছে ইন্ডো ওয়েস্টার্ন। তবে অন্য মোড়কে, অন্য আদলে। যা ফ্যাশন দুনিয়ায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে বলে বিশ্বাস অনেকেরই।

পুজোয় তাই মিলেনিয়ালরা তো বটেই, জেন এক্স মহিলারাও নির্দ্বিধায় অনুসরণ করতে পারেন জেন জ়ি ফ্যাশন। কে বলতে পারে, জেন জ়ি ফ্যাশনই হয়তো আগামী দিনের ‘ক্লাসিক’।

১. ধুতি প্যান্ট ও শর্ট কুর্তা

এক দিকে ঐতিহ্যবাহী ধুতি। অন্য দিকে আধুনিক শর্ট কুর্তা বা ক্রপ টপ। এই ইন্দোওয়েস্টার্ন পোশাকটি ২০২৫ সালের জেন জ়িদের প্রিয় পোশাকের একটি হতে চলেছে। জেন জ়ি ফ্যাশনের মূল কথা হল স্বাচ্ছন্দ্য এবং কেতাদুরস্ততা। এই পোশাকটিতে সেই দুটি বিষয়ই ভরপুর আছে। পাশাপাশি, রয়েছে বোহো লুক। এর সঙ্গে অক্সিডাইজড গয়না পরে নিলে অন্য মাত্রা পাবে ফ্যাশন।

২. লং স্কার্ট ও ক্রপ টপ

জমকালো প্রিন্ট অথবা নানা রঙের কালার ব্লকিং করা লম্বা স্কার্ট, লেহঙ্গা অথবা একরঙা স্কার্টের সঙ্গে ক্রপ টপ এই বছরের আরও একটি ফ্যাশন ট্রেন্ড। এটি একাধারে ঐতিহ্যবাহী আবার আধুনিকও। ক্রপ টপের কাটিং নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে। ভারতীয় ধাঁচের স্কার্টের সঙ্গে ওয়েস্টার্ন টপ বা ভারতীয় নকশার টপের সঙ্গে হাই ওয়েস্ট লং ওয়েস্টার্ন স্কার্টও দেখতে ভাল লাগবে।

৩. অ্যাসিমেট্রিক কুর্তি ও পালাজো

অ্যাসিমেট্রিক কাট বেশ কয়েক বছর ধরেই ফ্যাশনে রয়েছে। তবে এ বছরের জেন জ়ি ফ্যাশন হল লম্বা ঝুলের অ্যাসেমেট্রিক বা র‌্যাপ অ্যারাউন্ড কুর্তার সঙ্গে পালাজ়ো প্যান্ট বা ওয়াইড লেগ প্যান্ট। চেহারার গড়ন নিয়ে যাঁরা একটু বাড়তি চিন্তায় থাকেন। তাঁদের জন্য আদর্শ এই পোশাক।

৪. এথনিক জাম্পস্যুট

জাম্পস্যুটের ফ্যাশন নতুন নয়। তবে এ বার জাম্পস্যুট ফ্যাশনে এসেছে একটু অন্য লুকে। ক্যাজ়ুয়াল পোশাকের বদলে বেনারসি, ব্রোকেড, সুতোর ভারী নকশা করা কাপড়ের এথনিক জম্পস্যুট বেছে নিচ্ছে জেন জ়ি। ফলে ভারতীয় সূচিকর্ম বা বুনান শিল্পের ঐতিহ্য মিশছে আধুনিক ফ্যাশনের সঙ্গে। দূরে গিয়েও শিকড় ছুঁয়ে থাকার মতো আবেগ রয়েছে এই পোশাকে।

৫. এথনিক প্যান্টস্যুট

এথনিক প্যান্টস্যুট আরও একটি জেন জ়ি ট্বেন্ড। এটি একাধারে ফর্মাল পোশাকের মতো স্মার্ট। অথচ আলগা ঐতিহ্য, খানিক পরিমিতিবোধ ঘিরে রেখেছে একে। যাঁরা সাজগোজে সামান্য ফর্মাল লুক রাখতে চান, তাঁদের জন্য আদর্শ এই পোশাক। তবে প্যান্টস্যুটেরও নানা রকম ফের আছে। অনেকে ঐতিহ্যবাহী ব্রোকেড কিংবা সিল্ক অথবা অরগানজ়া কাপড়ের অ্যাসিম্যাট্রিক শর্ট কুর্তার সঙ্গে একই কাপড়ের স্ট্রেট প্যান্ট পরেন। আবার কেউ জমকালো বেনারসি বা বালুচরী কাপড়ের জ্যাকেট এবং প্যান্ট বানিয়ে ভিতরে একরঙা ক্রপ টপ বা ন্যুডল স্ট্র্যাপ বা হল্টারনেক টপ পরছেন। তাতে সাজের স্মার্টনেস আরও বেড়ে যাচ্ছে।

এই দুর্গাপুজোয় এমনই সব পোশাক পরে জেন জ়ির চোখে স্টাইল আইকন হয়ে উঠতে পারেন আপনি।

Generation Z Puja Special 2025 Durga Puja Fashion Durga Puja Fashion Tips Indo Western Fashion
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy