শাড়ি গোছানো হয়ে গিয়েছে। সঙ্গে রেডি বাহারি ব্লাউজ়, গয়নাও। কী ভাবে সাজবেন, কতটা মেক আপ করবেন ভেবে ফেলেছেন মোটামুটি। কিন্তু চুল? সরস্বতী পুজোর সকালের সাজে চুল কী ভাবে সাজাবেন? কেতাদুরস্ত শাড়ির সঙ্গে যাঁরা চুল খুলেই রাখবেন বলে ভেবেছেন, তাঁদের জন্য কয়েকটি টিপস। খোলা চুলে রেশমের মতো ঝলমলে ভাব আনতে চাইলে পুজোর সকালে চুলে শ্যাম্পুর করার সময় কয়েকটি বিষয় মাথায় রাখুন।
১. সিরাম
চুল আধভেজা অবস্থায় সামান্য হেয়ার সিরাম ব্যবহার করুন। এটি চুলের ওপর একটি সুরক্ষাস্তর তৈরি করে যা বাইরে থেকে চুলকে উজ্জ্বল দেখায় এবং জট পড়তে দেয় না। চুল যদি খুব শুষ্ক হয়, তবে লিভ-ইন কন্ডিশনারও ব্যবহার করতে পারেন।
২. চুল ধোয়া
শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করার পরে একদম শেষে এক মগ ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে নিন। এটি চুলের ওপরের কিউটিকলগুলো বন্ধ করতে সাহায্য করে, ফলে চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে এবং চুল অনেক বেশি ঝলমল করে।
৩. চুল মোছা
সাধারণ খসখসে তোয়ালে দিয়ে চুল ঘষলে চুল ভেঙে যায় এবং রুক্ষ হয়ে যায়। বদলে একটি নরম মাইক্রোফাইবার তোয়ালে বা পুরনো সুতির টি-শার্ট দিয়ে চেপে চেপে জল শুকিয়ে নিন। চুল কখনও তোয়ালে দিয়ে জোরে ঘষবেন না।
৪. চুল শুকনো
চুল ঝলমলে রাখতে হেয়ার ড্রায়ার বা হিট স্টাইলিং টুলস যতটা সম্ভব এড়িয়ে চলুন। ফ্যানের হাওয়ায় বা স্বাভাবিকভাবে চুল শুকালে তার ঔজ্জ্বল্য বেশি থাকে। যদি ড্রায়ার ব্যবহার করতেই হয়, তবে ‘কুল মোড’ ব্যবহার করুন।
৫. চিরুনি
চুল সামান্য শুকিয়ে এলে বড় ও মোটা দাঁতের কাঠের চিরুনি দিয়ে আঁচড়ান। এতে চুলে জট কম পড়বে এবং ভাঙবে না।