পুজো এলে অনেক মুখচোরা শৌখিনীই চেনা ছক ভেঙে একটু সাহসী হওয়ার চেষ্টা করেন। সারা বছর যিনি চুরিদার, ম্যাক্সি ড্রেস কিংবা প্যান্ট-টি শার্ট পরতে অভ্যস্ত, তিনি হয়তো পুজোর কথা ভেবে কিনে ফেললেন একটি মিডি ড্রেস। কিংবা এমন কোনও পোশাক যার হেমলাইন হাঁটুতে এসেই থমকাচ্ছে।
ওই ধরনের পোশাক পরলে অনেককেই লম্বা দেখায়। ভাল ভাবে স্টাইল করতে পারলে দেখতেও ভাল লাগে। অন্যরকম ফ্যাশন স্টেটমেন্টের জন্য সাজগোজ তো থাকলই। তবে তারও আগে দেখা জরুরি আপনার পায়ের ত্বক পরিচ্ছন্ন রয়েছে কি না। কারণ হাঁটুঝুল পোশাক পরলে দৃশ্যমান হবে হাঁটু থেকে পায়ের বাকি অংশ। যা দৈনন্দিন পোশাকের ঝুলে ঢাকা পড়ে থাকে।
যাঁরা এ নিয়ে বিশেষ চিন্তিত নন, তাঁদের কথা আলাদা। তবে যাঁরা চান হাঁটু ঝুল পোশাক পরার পরে পায়ের ত্বক উজ্জ্বল দেখাক, তাঁরা পুজোর আগে পায়ে দু’-এক বার ঘরোয়া স্ক্রাব ব্যবহার করে দেখতে পারেন। অনেক সময়েই হাঁটুর নীচে পায়ের অংশে বাড়তি যত্ন না নেওয়ায় মৃতকোষ জমে কালচে ছোপ পড়ে যায়। সেই ছোপ দূর করে পায়ের ত্বককে নরম, মসৃণ এবং উজ্জ্বল বানাতে ব্যবহার করুন তিনটি মাস্ক।
ছবি: এআই সহায়তায় প্রণীত।
১. লেবু ও চিনির স্ক্রাব
উপকরণ: ২ টেবিল চামচ চিনি, ১টি লেবুর রস, ১ টেবিল চামচ মধু
প্রণালী: সবক’টি উপকরণ মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি পায়ের ত্বকে ভালোভাবে লাগিয়ে নিন। ৫-৭ মিনিট ধরে আলতো হাতে গোল করে ঘষতে থাকুন। তার পরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন।
উপকার: লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিডে থাকে প্রাকৃতিক ব্লিচ। যা ত্বককে উজ্জ্বল বানাতে সাহায্য করে। চিনি মৃতকোষ দূর করে ত্বককে দাগ-ছোপ মুক্ত রাখে।
২. কফি ও নারকেল তেলের স্ক্রাব
উপকরণ: ২ টেবিল চামচ কফি গুঁড়ো, ১ টেবিল চামচ নারকেল তেল
প্রণালী: একটি পাত্রে কফি ও নারকেল তেল ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত ত্বকে লাগান। ১০ মিনিট ধরে আলতোভাবে স্ক্রাব করুন। এরপর ঠান্ডা বা হালকা গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ২ বার ব্যবহার করা যেতে পারে।
উপকার: কফি ত্বককে মৃতকোষ মুক্ত করার পাশাপাশি ত্বকের রক্ত সঞ্চালনও বৃদ্ধি করে। যা ত্বকে বাড়তি ঔজ্জ্বল্য আনে। নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ করে এবং শুষ্কতা দূর করে নরম বানায়।
৩. চালের গুঁড়ো ও হলুদের স্ক্রাব
উপকরণ: ২ টেবিল চামচ চালের গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দই বা গোলাপ জল
প্রণালী: সবকিছু মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। মিশ্রণটি পায়ে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। খানিকটা শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জল দিয়ে ধীরে ধীরে ঘষে তুলে ফেলুন। তার পরে জলে ধুয়ে নিন। এই স্ক্রাবটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করা যেতে পারে।
উপকার: চালের গুঁড়ো ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে আর হলুদে যেহেতু প্রদাহনাশক উপাদান রয়েছে, তাই এটি ত্বকের নানা সমস্যা দূর করে ত্বককে দাগমুক্ত রাগতে সাহায্য করে।