বর্ষায় জীবন যাপনে নানাবিধ প্রতিকূলতা আসে। ঘরদোর চিটচিটে হয়ে যাওয়া, জামাকাপড় না শুকোনো, পোশাকে দুর্গন্ধ হওয়া, ইত্যাদির মুখোমুখি হওয়া তো রোজের কাহিনি। সেই তালিকায় প্রতি বর্ষায় সংযোজিত হয় গয়না নষ্ট হওয়া। দামি দামি গয়না পরিবেশের অতিরিক্ত আর্দ্রতার সংস্পর্শে এসে জেল্লা হারাতে শুরু করে। কখনও কখনও দ্বিতীয় বার ব্যবহারের যোগ্য থাকে না। সেই গয়নার সম্ভারের যত্ন করার দায়িত্ব আপনারই। রুপোর গয়নার দেখভাল করার কয়েকটি কৌশল জানানো হচ্ছে। কারণ, বর্ষায় এগুলির জেল্লা হারানোর সম্ভাবনা থাকে। আর্দ্র পরিবেশের জেরে অনেক সময়ে রং পরিবর্তন হয়ে অস্কিডাইজ়ড গয়নায় পরিণত হয়। টাকা জমিয়ে কেনা সাধের রুপোর গহনাগুলি এ ভাবে নষ্ট হতে দেওয়া উচিত নয়। তাই জেনে নিন কয়েকটি সহজ টোটকা।
১। এয়ার-টাইট বা বায়ুনিরোধী পাত্রে গয়নাগুলি ভরে রাখতে হবে।
একটি বিশেষ মিশ্রণ বানিয়ে রুপোর গয়না পরিষ্কার করা যায়। ছবি: সংগৃহীত।
২। রুপোর সাদামাঠা গয়নাগুলিকে টুথপেস্ট দিয়ে ঘষে নিন। তার পর শুকনো নরম কাপড় দিয়ে মুছে ফেলুন।
৩। সিলভার ডাস্টার দিয়ে মাঝেমধ্যে পরিষ্কার করা দরকার রুপোর গয়নাগাটি।
৪। একটি বিশেষ মিশ্রণ বানিয়ে রুপোর গয়না পরিষ্কার করা যায়। একটি বড় পাত্র অ্যালুমিনিয়ামের পাত দিয়ে ঢেকে দিন। তাতে খানিক পরিমাণে গরম জল ঢেলে দিন। এমন পরিমাণ জল ঢালতে হবে, যাতে সব গয়না জলে ডোবানো যায়। জলের মধ্যে বেকিং সোডা আর নুন দিয়ে দেবেন। এর পর গয়নাগুলি পাত্রে রেখে দিন। ৫-৭ মিনিট পর টের পাবেন গয়নার গা থেকে সমস্ত ধুলোময়লা উঠে যাচ্ছে। জেল্লা ফিরে পাচ্ছে যেন। জল থেকে তুলে ভাল করে শুকিয়ে নিন। খেয়াল রাখবেন, সাধারণ রুপোর গয়না পরিষ্কারের ক্ষেত্রে এই নিয়ম প্রয়োগ করা যায়। পাথর বসানো গয়না এ ভাবে ধোবেন না।
৫। গয়নাগুলি যে বাক্সে রাখবেন, সে বাক্সগুলির ভিতরটা হতে হবে নরম। আবার ভেলভেটের হলে চলবে না। এর ফলে আর্দ্রতা দূরে থাকবে অনেক ক্ষণের জন্য।
৬। যদি বৃষ্টির জলে ভিজে যায়, তা হলে সে গয়নাগুলি পরিষ্কার করার জন্য নরম ফ্যাব্রিকের কাপড়ের প্রয়োজন। তার পর ব্লো ড্রাই করে সম্পূর্ণ শুকিয়ে নিয়ে বাক্সে রেখে দিন।