গরমে শরীর ঠান্ডা রাখার নানারকম উপায় রয়েছে। কিন্তু ত্বককে ঠান্ডা রাখবেন কী ভাবে?
অতিরিক্ত রোদে ত্বকে যে লালচে ভাব বা জ্বালা ভাব দেখা যায়, তাকে ঠান্ডা রাখতে সাহায্য করতে পারে প্রাকৃতিক টোনার। যা ত্বকের গভীরে প্রবেশ করে তাকে ঠান্ডা করার পাশাপাশি ত্বকের রন্ধ্রপথের মুখ বন্ধ করবে, সিবাম তৈরির মাত্রা নিয়ন্ত্রণে আনবে, ব্যাকটেরিয়াজাত সমস্যা যেমন ব্রণ, ফুস্কুড়ি, র্যাশ হতে দেবে না। সেই সঙ্গে ত্বককে ভালও রাখবে। পুদিনা পাতা দিয়ে তৈরি করা টোনার এই সব সমস্যার সমাধান করতে পারে।

কী ভাবে বানাবেন?
একটি সসপ্যানে জল ফুটিয়ে তাতে এক মুঠো পুদিনা পাতা দিয়ে দিন এবং আঁচ বন্ধ করে পাত্রের মুখ ঢেকে রেখে দিন। জল ঠান্ডা হলে ছেঁকে নিন পাতাগুলো। তার পরে সেই জল একটি কাচের বোতলে রেখে ফ্রিজে সংরক্ষণ করুন। স্প্রে বটলে ভরে মুখে স্প্রে করতে পারেন বা তুলোয় ভিজিয়েও ব্যবহার করতে পারেন।

এর সঙ্গে নানারকম উপাদান মেশানোও যেতে পারে
১। এই জলের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে তা ত্বককে আর্দ্র রাখবে।
২। শসার রসও মেশানো যেতে পারে পুদিনার জলে। এতে ত্বকের লালচে ভাব কমবে। ত্বক আরাম পাবে।
৩। পুদিনার টোনারের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করলে, তা ত্বকের রন্ধ্রপথ বন্ধ করতে সাহায্য করবে।