ব্র্যান্ডের নাম দেখে ময়েশ্চারাইজ়ার কেনেন বেশির ভাগই। লেবেলে কী কী উপকরণের নাম লেখা আছে, তা পড়েন ক’জনে। লেবেল পড়ে জিনিস কেনার অভ্যাস অনেকেরই নেই। কিন্তু ত্বক বা চুলের জন্য যা কিনছেন, তার উপকরণ খুঁটিয়ে দেখা জরুরি বলেই মনে করেন ত্বক চিকিৎসকেরা। একই রকম ময়েশ্চারাইজ়ার কিন্তু সকলে ব্যবহার করতে পারবেন না। যাঁর ত্বক বেশি তৈলাক্ত, তিনি যেমন ময়েশ্চারাইজ়ার মাখবেন, যাঁর ত্বক শুষ্ক তাঁর ক্ষেত্রে কিন্তু ময়েশ্চারাইজ়ারের ধরন আলাদা হতেই হবে। ত্বকে দাগছোপ থাকলে, র্যাশ বা ব্রণর সমস্যা থাকলে অথবা কোনও চর্মরোগ থাকলে, সে ক্ষেত্রেও ময়েশ্চারাইজ়ার কেনার আগে তার উপকরণগুলি পড়ে নেওয়া জরুরি।
কে কেমন ময়েশ্চারাইজ়ার কিনবেন?
ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজ়ার বাছা জরুরি। কার ত্বকের জন্য কেমন উপকরণ থাকা প্রয়োজন জেনে নিন।
স্যালিসাইলিক অ্যাসিড
উন্মুক্ত রন্ধ্রের সমস্যা থাকলে, খুব বেশি ব্রণ বা ফুস্কুড়ির ধাত থাকলে এমন ময়েশ্চারাইজ়ার বাছতে হবে যাতে স্যালিসাইলিক অ্যাসিড আছে। ‘ইনটিগ্রেটিভ মেডিসিন’ জার্নালে বলা হয়েছে, স্পর্শকাতর ত্বক হলে এই উপকরণটি জরুরি।
নিয়াসিনামাইড
ত্বক খুব বেসি তৈলাক্ত হলে ময়েশ্চারাইজ়ারে এই উপকরণটি থাকা জরুরি। ‘ডার্মাটোলজি সার্জারি’ জার্নালে লেখা হয়েছে, ত্বকের মৃতকোষ দূর করতে, জেল্লা ফেরাতে নিয়াসিনামাইড জরুরি। যাঁদের ত্বক জেল্লা হারিয়েছে, তাঁরা নিয়াসিনামাইড-যুক্ত ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন:
ভিটামিন সি
‘ক্লিনিকাল অ্যান্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজি’ জার্নালে উল্লেখ আছে ত্বকে কোলাজেন তৈরির জন্য জরুরি ভিটামিন সি। চোখের তলায় কালি, মুখে কালচে দাগছোপ থাকলে ময়েশ্চারাইজ়ারে ভিটামিন সি আছে কি না, দেখে নেবেন। ত্বক থেকে বার্ধক্যের ছাপ মুছতেও জরুরি ভিটামিন সি।
কোজিক অ্যাসিড
দাগছোপ বেশি থাকলে বা ‘হাইপারপিগমেন্টেশন’-এর সমস্যা থাকলে এমন ময়েশ্চারাইজ়ার বাছতে হবে যাতে কোজিক অ্যাসিড আছে। যে কোনও রকম ক্ষতের দাগ, মেচেতার দাগ তুলতে এই উপকরণটি জরুরি।
হায়ালুরনিক অ্যাসিড
হায়ালুরনিক অ্যাসিড ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং তারুণ্য ধরে রাখে। শুষ্ক, নিষ্প্রাণ ত্বকে জেল্লা ফেরাতে পারে খুব তাড়াতাড়ি। পাশাপাশি, ত্বকে পিএইচের ভারসাম্য বজায় রাখে। ত্বক থেকে বার্ধক্যের ছাপ মুছতে এমন ময়েশ্চারাইজ়ার কিনুন, যাতে হায়ালুরনিক অ্যাসিড আছে।