চুল উঠে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে? অনেকেই বলবেন, দোষটা হেলমেটের। বাইক বা স্কুটার চালাতে হলে বা সেই বাইকের সওয়ারি হতে হলে সুরক্ষার স্বার্থেই হেলমেট পরা আবশ্যক। কিন্তু দীর্ঘ ক্ষণ হেলমেট পরে থাকলেই এমন সমস্যা হয় অনেকের। মাথার ত্বকে ঘাম বসে। তা থেকেই সংক্রমণ। আবার চুলের গোড়া ভিজে থাকার ফলেও চুল ঝরে যায়।
হেলমেট পরার ফলে এমন সমস্যার সম্মুখীন হন কমবেশি অনেকেই। তবে এ ক্ষেত্রে চুলের যত্ন কী ভাবে নিতে হবে শেখাচ্ছেন কেশসজ্জাশিল্পী জাভেদ হাবিব। তাঁর হাতযশের কথা শুধু ভারত নয়, জানেন বিশ্বের অনেক দেশের লোকজনই। হাতে ধরে লক্ষ লক্ষ মানুষকে কেশসজ্জার প্রশিক্ষণ দিয়েছেন তিনি। তিনিই বলছেন, হেলমেট চয়নের ভুলেও চুলের ক্ষতি হতে পারে। তা ছাড়া মূল সমস্যা হল, মাথার ত্বকে ঘাম বসা। এর ফলেই চুলের গোড়া আলগা হয়ে চুল উঠতে শুরু করে।
আরও পড়ুন:
সম্প্রতি সমাজমাধ্যমে হেলমেট পরার ফলে চুল ঝরা কী ভাবে আটকানো যায় তা নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন কেশসজ্জাশিল্পী। সেখানেই তিনি জানাচ্ছেন, সমস্যার কারণ হতে পারে ভুল হেলমেট বাছাই। খুব আলগা হেলমেট যেমন সুরক্ষার জন্য অনুপযুক্ত, তেমনই মাথায় এঁটে বসে থাকে এমন হেলমেটও উপযুক্ত নয়। জাভেদের কথায়, এতে মাথার ত্বকে ঘাম বেশি বসে, একই সঙ্গে, হেলমেট খোলার সময় চুলেও টান পড়ে। যা চুল ঝরার অন্যতম কারণ। তাঁর পরামর্শ, হেলমেট হওয়া দরকার আরামদায়ক। তা ছাড়া, নিয়মিত হেলমেট পরতে হলে, চুলের যত্নে প্রতি দিনই শ্যাম্পু করা দরকার। এতে ঘাম জমে মাথার ত্বকে সংক্রমণের ঝুঁকি কমে যায়।
অতীতে এক সাক্ষাৎকারেও এ নিয়ে কয়েকটি পরামর্শ দিয়েছিলেন জাভেদ। জানিয়েছিলেন, ভিজে চুলে হেলমেট পরা উচিত নয়। নিয়মিত শ্যাম্পু করার পাশাপাশি চুলে যাতে ঘাম না বসে সে জন্য সুতির কাপড় মাথায় বেঁধে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে জোর দিয়েছেন হেলমেটের পরিচ্ছন্নতার বিষয়েও। হেলমেটের ভিতরের অংশে যে নরম প্যাড থাকে সেখানেও ঘাম লেগে থাকে। ঠিকমতো পরিষ্কার করা না হলে, সেখান থেকেও মাথার ত্বকে সংক্রমণ হতে পারে। সপ্তাহে একদিন চুলের যত্নে অ্যালো ভেরা জেল মাখার পরামর্শও দিয়েছেন কেশসজ্জাশিল্পী।