কাজলকালো চোখের সৌন্দর্য তখনই আরও নজর কাড়বে, যখন চোখের পাতা আরও ঘন হবে। চোখের সৌন্দর্য বাড়াতে মাস্কারার জুড়ি মেলা ভার। মাস্কারার ব্যবহার সকলেই কমবেশি জানলেও মাস্কারা তোলার ঠিক উপায় অনেকেরই অজানা। এ ক্ষেত্রে সামান্য ভুলেই চোখের পাতা ঝরতে শুরু করে। তাই মেকআপ তোলার সময়ে সতর্ক থাকুন।
মাস্কারা তুলবেন কোন উপায়ে?
১) তুলোয় কয়েক ফোঁটা মেকআপ রিমুভার নিয়ে নিন। তার পর চোখের উপর কয়েক মিনিট রেখে দিন। অবশ্যই চোখ বন্ধ করে রাখবেন। তার পর চোখ ধীরে ধীরে মুছে নেবেন। ঘষে ঘষে মুছবেন না।
২) বাজারে হরেক ব্র্যান্ডের মাস্কারা রিমুভার কিনতে পাওয়া যায়। আপনি অনায়াসেই সেগুলি ব্যবহার করতে পারেন। চোখের পাতায় মাস্কারা রিমুভার লাগিয়ে নিন। কিছু ক্ষণ রেখে মাস্কারা মুছে ফেলুন।
প্রতীকী ছবি
৩) নারকেল তেল দিয়ে আপনি সহজেই মাস্কারা তুলতে পারেন। নারকেল তেলে তুলো ভিজিয়ে চোখের উপর এক মিনিট রেখে দিন। এ বার হালকা হাতে মাস্কারা মুছে নিন। মাস্কারা উঠে আসবে।
৪) অনেকে মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েন। দীর্ঘ সময় ধরে মাস্কারা পরে থাকলে চোখের পাতা উঠে আসার আশঙ্কা বেড়ে যায়। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা এড়িয়ে যাওয়ার জন্য ঘুমতে যাওয়ার আগে মেকআপ তুলে চোখে জলের ঝাপটা দিতে হবে। তবে ভুলেও ঘষবেন না।