ব্রণ কেবল মুখে নয়, হাতে-পিঠে, মাথার তালুতে শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। ব্রণ খুবই নাছোড়বান্দা। এক বার হলে আর যেতেই চায় না। ছোট ছোট ফুস্কুড়ি, গুটি গুটি দাগ কার ভাল লাগে! জানেন কি, ব্রণ কিন্তু পায়েও হতে পারে। অনেকের রোম তোলার পরেও পায়ে ব্রণ হয়। কমবেশি অনেক মহিলাই এই সমস্যার মুখোমুখি হন। তখন পোশাক পরতেও সমস্যা হয়। পায়ের ব্রণ সারবে ঘরোয়া টোটকাতেই।
পায়ের ব্রণ সারবে কী ভাবে?
১) এক চামচ ছোলার ছাতু, এক চামচ দই ও এক চামচ হলুদ মিশিয়ে প্যাক তৈরি করুন। পায়ে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখতে হবে। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
২) টি ট্রি তেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে। রোমকূপের মুখে ময়লা, ত্বকের মৃত কোষ জমতে জমতে সেখানে ফুস্কুড়ি জন্মায়। ব্যাক্টেরিয়ার সংক্রমণ থেকেও চুলকানি, র্যাশ দেখা দিতে পারে। টি ট্রি তেল নিয়মিত লাগালে এই সমস্যা দূর হয়।
আরও পড়ুন:
৩) ত্বকের যে কোনও সংক্রমণ, প্রদাহজনিত সমস্যা কমাতে সাহায্য করে অ্যালো ভেরা। ত্বকে জ্বালাপোড়া, চুলকানি, র্যাশ, ব্রণের সমস্যায় অ্যালো ভেরা ব্যবহার করাই যায়। অ্যালো ভেরা দোকান থেকে কিনতে পারেন অথবা বাড়িতে গাছ থাকলে পাতা থেকে চামচ দিয়ে জেলটুকু তুলে নিন। আক্রান্ত জায়গায় দিনে দু’বার করে লাগাতে হবে।
৪) নিয়মিত ক্লিনজিং, ময়েশ্চারাইজ়িং এবং টোনিং করুন। যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা সপ্তাহে দু’বার স্ক্রাব করুন। চিনির সঙ্গে লেবুর রস মিশিয়ে স্ক্রাব করতে পারেন। এতে ত্বকের ছিদ্র থেকে ধুলোময়লা, মৃত কোষ বেরিয়ে যাবে।
৫) সমপরিমাণ গোলাপ জল এবং শসার রস মিশিয়ে নিন। পায়ে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।