তেল মাখছেন, পরিচর্যাও করছেন। তবু চুলে জেল্লা ফিরছে না? শ্যাম্পু করলেই চুল হয়ে পড়ছে আরও রুক্ষ? শ্যাম্পু করার পর ভিজে চুলে কন্ডিশনার ব্যবহার করলে লাভ হয় অনেকটা। তবে যদি জেল্লা ফেরাতে চান চুলে, রুক্ষ ভাব কাটাতে চান, তা হলে কী কী করবেন জেনে নিন।
চুলের রুক্ষ ভাব কাটাতে পারে কলা। পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি ৬ ইত্যাদি পুষ্টিগুণে ভরপুর কলা কেবল মাত্র ত্বকই নয়, চুলকেও স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে পারে।হেয়ার স্ট্রেটনিং করিয়েছেন বা নিয়মিত চুলে রং করান? রাসায়নিকের ব্যবহার অজান্তেই চুলের ক্ষতি করছে। কলার রূপটান ব্যবহার করলে ক্ষতিগ্রস্ত চুল অনায়াসেই ফিরে পাবে সুস্বাস্থ্য।
কলার হেয়ার মাস্ক
কলার রূপটান বানাতে গেলে লাগবে কলা, দই আর মধু। ত্বক ও চুল দু’টি ক্ষেত্রেই এই প্যাক ব্যবহার করতে পারবেন। কলা চটকে নিয়ে তার সঙ্গে দই ও মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ত্বক বা চুলে ৩০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন। তবে কলার এই রূপটানে আরও অন্যান্য ফলও মেশাতে পারেন। পাকা পেঁপে, কমলা লেবু ও আপেলের টুকরোও ত্বক ও চুলের জন্য ভীষণ উপকারী। পাকা পেঁপে খুশকি দূর করতে সাহায্য করে। অন্যদিকে কলার সঙ্গে আপেল মেশালে সেটা দারুণ টোনারের কাজ করে।
আরও পড়ুন:
কলা এবং অ্যালো ভেরা
ত্বকের যত্নে অ্যালো ভেরার ভূমিকা অনবদ্য। তবে চুলের পরিচর্যাতেও অ্যালো ভেরা কাজে লাগাতে পারেন। প্রথমে পাকা কলা চটকে নিন। তার পর তাতে দু’চামচ অ্যালো ভেরা মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলে লাগিয়ে ৫ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন। কয়েক দিনের ব্যবহারে চুলে আসবে আলাদা চমক।
কলার খোসা
কলা খেয়ে খোসা ফেলে না দিয়ে ভিজিয়ে রাখুন। কলার খোসা ভেজানো জল চুলের জন্য খুব ভাল সিরাম হিসেবে কাজ করে। এই খোসা ভেজানো জলে চুল ধুয়ে তার পর শ্যাম্পু করে নিতে পারেন।