মুখের অবাঞ্ছিত রোম তোলা বেশ কষ্টকর। ছবি: সংগৃহীত।
ত্বকচর্চায় বেসনের ব্যবহার নতুন নয়। রোদে পোড়া দাগ তুলতে, মৃত কোষ কিংবা নিষ্প্রাণ ত্বকে জেল্লা ফেরাতে এই উপকরণটি বেশ কাজের। তবে, বেসন যে মুখের অবাঞ্ছিত রোম তুলতেও ব্যবহার করা যায় তা হয়তো অনেকেই জানেন না। অনেকেই মুখের অবাঞ্ছিত রোম তুলতে ওয়্যাক্স বা থ্রেডিং করান। সেই পদ্ধতি জনপ্রিয় হলেও বেশ কষ্টকর। এবং খরচসাপেক্ষ।
রূপটানশিল্পীরা বলছেন, অনেকেরই ত্বক স্পর্শকাতর। তাই রাসায়নিক প্রসাধনী ব্যবহার করলে ত্বকের সমস্যা হওয়া অস্বাভাবিক নয়। তার চাইতে ঘরোয়া পদ্ধতি ভাল। সময় লাগলেও তার কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে শুধু বেসন মাখলে তো হবে না। তার সঙ্গে কয়েকটি জিনিস মিশিয়ে নিতে হবে। দেখে নিন সেগুলি কী কী।
এই মিশ্রণ বানাতে কী কী লাগবে?
২ টেবিল চামচ বেসন
এক চিমটে হলুদ
১ টেবিল চামচ দুধ বা টক দই
১ চা চামচ মধু
১ চা চামচ লেবুর রস
প্রয়োজন অনুযায়ী গোলাপ জল
কী ভাবে মাখতে হবে?
ছোট একটি পাত্রে সমস্ত উপকরণ নিয়ে একটি মিশ্রণ তৈরি করে রাখুন।
এ বার মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। মুখে কোনও রকম তেল, ময়লা যেন না থাকে।
এ বার মুখে বেসনের মিশ্রণ মেখে নিন। খুব পুরু করে মাখার প্রয়োজন নেই। এই মিশ্রণ পুরো মুখে শুকিয়ে নিতে হবে।
পুরোপুরি শুকনো হয়ে গেলে ভিজে আঙুলের সাহায্যে মিশ্রণ ঘষে ঘষে তুলে ফেলুন। এই পদ্ধতিতে ত্বকের মৃত কোষ যেমন উঠে যায়, তেমনই রোমের গোড়াও দুর্বল হয়ে পড়ে।
এ বার ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেললেই হবে। সবশেষে ময়েশ্চারাইজ়ার মাখতে ভুলবেন না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy