কোরীয়দের মতো ত্বক ও চুল অনেকেই চান। কোরিয়ার মহিলা কিংবা পুরুষ, সকলের ত্বক দেখলেই মনে হয় যেন কাচের মতো। তাই এখন কোরীয় বিউটি প্রোডাক্ট কেনার ধুম পড়ে গিয়েছে। এমন মসৃণ ও জেল্লাদার চুল পেতে হলে দামি হেয়ারপ্যাক বা পার্লারে গিয়ে স্পা করার দরকার নেই। আসলে কোরীয়েরা বাজারচলতি প্রসাধনী ব্যবহার করেন না। রূপচর্চার জন্য তাঁরা ভরসা করেন ঘরোয়া উপকরণের উপরেই। তাই তেমন চুল পেতে ব্যবহার করতে হবে বিশেষ এক রকম তেল।
ক্যামেলিয়া জ্যাপোনিকা গাছের বীজ থেকে একরকম তেল নিষ্কাশন করা হয়, যার নাম ক্যামেলিয়া অয়েল। জাপান, কোরিয়ায় এই তেল খুব ব্যবহার করা হয়। ক্যামেলিয়া তেল অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। এতে রয়েছে ওলেইক, লিনোলেইক অ্যাসিডের মতো ফ্যাটি অ্যাসিড যা চুলের গোড়া মজবুত করে। তা ছাড়া ভিটামিন এ, বি, সি ও ই চুল নরম এবং মসৃণ করে। চুল খুব রুক্ষ হয়ে গেলে এবং ডগা ফাটার সমস্যা দেখা দিলে, এই তেল ব্যবহার করা যেতে পারে। তা ছাড়া ক্যামেলিয়া অয়েল সূর্যের অতিবেগনি রশ্মি থেকেও চুলকে রক্ষা করে।
কী ভাবে ব্যবহার করবেন?
ক্যামেলিয়া-মধুর মাস্ক
২ চা-চামচ ক্যামেলিয়া তেলের সঙ্গে ১ চা-চামচ মধু মিশিয়ে ম্যাক বানিয়ে নিন। এই হেয়ার মাস্ক চুলে ও মাথার ত্বকে মালিশ করে ২০-৩০ মিনিট রাখতে হবে। তার পর চুল ধুয়ে নিন। সপ্তাহে দু’দিন ব্যবহার করলেই চুলের জেল্লা ফিরবে।
আরও পড়ুন:
ক্যামেলিয়া হেয়ার প্যাক
কোঁকড়ানো চুল হলে বা চুলে জট পড়ার সমস্যা বেশি হলে, ক্যামেলিয়া তেল দিয়ে বানিয়ে নিতে পারে বিশেষ একরকম হেয়ার প্যাক। ৩ চা-চামচ ক্যামেলিয়া তেলের সঙ্গে ১টি ডিমের কুসুম ও ১ চামচ নারকেল তেল মিশিয়ে নিতে হবে। এই হেয়ার প্যাক চুলে ভাল করে মালিশ করে ৩০ মিনিট রেখে ধুয়ে নিতে হবে। চুল খুব বেশি রুক্ষ ও শুষ্ক হয়ে গেলে সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন এই প্যাক।
ক্যামেলিয়া-অ্যালো ভেরা মাস্ক
মাথার ত্বকে চুলকানি বা ব্রণের সমস্যা হলে ক্যামেলিয়া তেল নিয়ে বিশেষ একরকম মাস্ক বানিয়ে নেওয়া যায়। ২ চা-চামচ ক্যামেলিয়া তেলের সঙ্গে ১ চা-চামচ অ্যালো ভেরা জেল ও কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে মাথার ত্বকে মালিশ করে নিন। তার পর ২০ মিনিট রেখে চুল ধুয়ে নিন।