ভিড় ঠেলে ঠাকুর দেখা, ঘেঁষাঘেঁষি, গরমে ঘেমে গেলেও গলবে না মেকআপ। ঠিক যেমন ভাবে সেজে যাবেন, তেমনই চকচকে থাকবে মুখ, যদি রূপটানের আগে কিছু নিয়ম মেনে চলেন।
মেকআপ করার আগে মুখে বরফ চেপে চেপে লাগান। এতে ত্বকের উন্মুক্ত রন্ধ্রগুলি বন্ধ হবে, ত্বকও মসৃণ দেখাবে। ময়শ্চারাইজ়েশন ছাড়া মেকআপ সে ভাবে ত্বকে বসবে না। যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের সমস্যাই বেশি। তবে তাঁদের ক্ষেত্রেও ময়শ্চারাইজ়ার কিন্তু লাগাতেই হবে। ওয়াটার বেসড কোনও ক্রিম ব্যবহার করতে পারেন। এতে ঘেমে যাওয়ার প্রবণতা কমবে।
আরও পড়ুন:
গরমে রূপটান করতে প্রথমে ব্যবহার করতে পারেন জল শোষণ করে (ওয়াটার প্রুফ) এমন প্রাইমার। যাঁরা খুব বেশি মেকআপ করতে চাইছেন না, তাঁরাও প্রাইমার লাগাতে ভুলবেন না। এর পর ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশন ব্যবহার করুন।
চোখের রূপটানের ক্ষেত্রেও জলনিরোধী আইলাইনার ব্যবহার করুন। গরমে সবচেয়ে তাড়াতাড়ি গলে যায় চোখের রূপটান। তাই চোখের সৌন্দর্য বজায় রাখতে এই ধরনের আইলাইনার চোখে লাগান।
আইশ্যাডোর ক্ষেত্রেও এই একই নিয়ম মেনে চলুন। আইশ্যাডো ঘেঁটে গেলে তা দেখতে ভাল লাগবে না। তাই বেশি ঝুঁকি না নিয়ে বরং এমন একটি আইশ্যাডো বাছুন, যাতে তা দীর্ঘ ক্ষণ চোখের পাতাতেই থাকে।