তেলে চুল তাজা নয়, ঝালে চুল তাজা! এমনই দাবি কিছু রূপচর্চাশিল্পীর। যাঁরা আবার সমাজমাধ্যমপ্রভাবীও। তাঁদের বক্তব্য, চুলে চিলি অয়েল বা লঙ্কার তেল মালিশ করলে মাথার ত্বকে নানারকম পুষ্টি পৌঁছবে। চুলও বাড়বে দ্রুত! কিন্তু সত্যিই কি তা হয়? করে নেওয়া যাক চুলচেরা বিচার!
সৌন্দর্য চর্চা নিয়ে নিয়মিত ব্লগ বানান ইশিকা সচদেব। তিনি এক জন সমাজমাধ্যম প্রভাবী। নিজের পরিচয় দেন ‘বিউটি ব্লগার’ বলে। ইশিকা আবার বলেও দিয়েছেন, কী ভাবে ওই চিলি অয়েল বানাতে হবে। তাঁর কথায়, ‘‘নারকেল তেলের সঙ্গে লঙ্কার গুঁড়ো মিশিয়ে ঘষতে হবে মাথায়।’’ সপ্তাহে ওই তেল অন্তত তিন বার মাখতে হবে!
ইশিকার দাবি, চুল ভাল রাখার ওই টোটকা তিনি জেনেছিলেন তাঁর দিদিমার থেকে। আর তা মেনে সুফলও পেয়েছেন। ইশিকার মতো অনেকেই সমাজমাধ্যমে ‘চুলের জন্য চিলি অয়েল’-রবে যোগ দিয়েছেন। কেউ কেউ ক্যামেরার সামনে মাথায় চিলি অয়েল লাগিয়ে দেখিয়েওছেন। লঙ্কার তেলের রেসিপিও বদলে বদলে গিয়েছে আলাদা আলাদা ব্লগে। যা দেখে বিভ্রান্ত হচ্ছেন মানুষ। উত্তর খুঁজতে তাই রূপচর্চা শিল্পী শর্মিলা সিংহ ফ্লোরার দ্বারস্থ হয়েছিল আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
রূপচর্চা শিল্পী কী বলছেন?
শর্মিলা দীর্ঘ দিন ধরে রয়েছেন রূপচর্চার জগতে। অভিজ্ঞতার পাশাপাশি পেশাদারি দক্ষতাও রয়েছে। নতুন টোটকার রকম শুনে রেগেই গেলেন তিনি। শর্মিলা বললেন, ‘‘রূপচর্চার জগতটা মনে হয় পাগল হয়ে গিয়েছে। তা নাহলে এ সব বলতে পারে!’’ কিছুটা বিরক্ত হয়েই শর্মিলা বলছেন, ‘‘প্রতি দিনই দেখছি নতুন নতুন টোটকা বেরোচ্ছে। কেউ বলছে শামুকের জেল লাগাও, কেউ বলছে লঙ্কা মাখো আবার কেউ বলছে নীল রঙের থকথকে কী সব জেলি মাখতে। এ সব না মেখে অ্যালোভেরা জেল লাগাও কিংবা ভৃঙ্গরাজ তেল। তাতে অনেক বেশি কাজ হবে।’’ অর্থাৎ প্রভাবীদের কথা শুনে মাথায় লঙ্কার তেল ব্যবহার করলে উল্টো প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তিনি।
তা হলে লঙ্কার তেল নিয়ে কেন এই হইচই?
লঙ্কায় কী এমন আছে, যা চুলের কাজে লাগতে পারে? ইউএসডিএ-র দেওয়ার পুষ্টিতালিকা বলছে লঙ্কায় রয়েছে নানা ধরনের ভিটামিন এবং খনিজ। চুলের জন্য প্রয়োজনীয় ভিটামিন এ, সি, কে১ এবং বি৬ আছে। রয়েছে চুলের অকালে পেকে যাওয়া আটকানোর জন্য আয়রনও। এ ছাড়া লঙ্কায় আছে ক্যাপসাইসিন, যাতে অ্যান্টি-অক্সিড্যান্ট তো থাকেই। থাকে প্রদাহনাশক উপাদানও। যা মাথার ত্বকে রক্ত সঞ্চালনে সাহায্য করতে পার। ফলে চুলের গোড়ায় পৌঁছয় অক্সিজেন। কিন্তু এত কিছু সত্ত্বেও চুলে চিলি অয়েল বা লঙ্কার তেল ব্যবহার করা উচিত নয় বলছেন শর্মিলা।
আরও পড়ুন:
কেন চুলে চিলি অয়েল ব্যবহার করবেন না?
শর্মিলার মতে চুলে লঙ্কার তেল ব্যবহার করলে প্রথমত জ্বালা করবে। তার উপর অনেকেরই মাথায় খুশকি হওয়ার কারণে নানা রকম সংক্রমণ হয়, মাথার ত্বক স্পর্শকাতর হয়ে থাকে। শর্মিলা বলছেন, ‘‘ভাবুন তো তার উপর লঙ্কার তেল পড়লে কী অবস্থা হবে!’’ রূপচর্চা শিল্পীর পরামর্শ, প্রভাবীদের কথায় প্রভাবিত না হয়ে এবং অন্ধ ভাবে তাঁদের কথা মেনে না চলে নিজের সাধারণ বুদ্ধি প্রয়োগ করে কাজ করুন।