অভিনয় ছাড়াও ক্যাটরিনা কাইফ চর্চায় থাকেন, তাঁর দাগছোপহীন, মসৃণ ত্বক এবং ঝলমলে চুলের জন্য। ছবিতে হোক বা বিজ্ঞাপনে কিংবা কোনও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কখনওই খুব বেশি মেকআপে দেখা যায় না তাঁকে। ত্বকের স্বাভাবিক দীপ্তিতেই তিনি উজ্জ্বল। একঢাল লম্বা চুল রাখতে রীতিমতো পরিচর্যাও করতে হয় ভিকি-ঘরনিকে। নিজস্ব প্রসাধনী সংস্থা থাকলেও শাশুড়ি মায়ের ঘরে তৈরি তেলেই নাকি এমন মসৃণ ও রেশমের মতো চুল তাঁর।
ভিন্ন সংস্কৃতিতে বড় হলেও শাশুড়ি মায়ের খুবই কাছের ক্যাটরিনা। একাধিক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছেন, তাঁর ডায়েট ও রূপচর্চা নিয়ে নাকি তাঁর শাশুড়িই খুবই যত্নবান। ক্যাটরিনার যথেষ্ট খেয়ালও রাখেন ভিকির মা। পুত্রবধূর ঘন লম্বা চুলের পিছনে তাঁর নাকি বড় ভূমিকা রয়েছে! নিজে হাতে তেল বানিয়ে পুত্রবধূর চুলে মালিশ করেন তিনি।
কী ভাবে তৈরি করেন সেই তেল? ক্যাটরিনা জানিয়েছেন, পুরোপুরি ভেষজ উপাদান দিয়ে তৈরি হয় সেই তেল। আমলকি, অ্যাভোক্যাডো, পেঁয়াজের সঙ্গে কয়েক রকম এসেনশিয়াল অয়েল মিশিয়ে তৈরি হয় সেই তেল। এই তেল চুলে মালিশ করলেই সব রুক্ষ ভাব দূর হয়ে যায়। চুল পড়ার সমস্যাও কমে। কাজের জন্য চুল নিয়ে সর্ব ক্ষণ নানা রকম কারসাজি করতে হয় অভিনেত্রীকে। আর সেই সব করেও যে তাঁর চুল এত ভাল রয়েছে, তার কৃতিত্ব পুরোপুরি শাশুড়িকেই দিয়েছেন ক্যাটরিনা।