Advertisement
১০ নভেম্বর ২০২৪
Manu Bhaker

অলিম্পিয়ান মনু ভাকের এ বার মার্জার সরণিতেও! সানিয়া-সিন্ধুদের পথে হাঁটবেন কি ভারতীয় শুটার?

মনুকে নিয়ে মাতামাতি শুরু হয়েছিল অলিম্পিক্সের মঞ্চে তাঁকে দেখার পর থেকেই। বলিউড নায়িকাদের ছেড়ে মনুতে মুগ্ধ হয়েছিল দেশবাসী।

সরাসরি গ্ল্যামার জগতেই পা রাখলেন মনু।

সরাসরি গ্ল্যামার জগতেই পা রাখলেন মনু। ছবি : সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ১৬:২২
Share: Save:

পেশাদার শুটিংয়ের ঘেরাটোপ ছেড়ে গ্ল্যামারের জগতে পা রাখলেন মনু ভাকের। তাঁকে দেখা গেল মার্জার সরণিতে। কেতাদুরস্ত পোশাক আর হাই হিলে র‌্যাম্প ওয়াক করলেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় শুটার। ফ্যাশন দুনিয়ার অন্যতম একটি অনুষ্ঠান, যেখানে বলিউডের অধিকাংশ তারকাকেই কোনও না কোনও পোশাকশিল্পীর হয়ে র‌্যাম্প মাতাতে দেখা যায়, সেখানে মনুও কারও থেকে কম গেলেন না। যে একাগ্রতায় বন্দুকের ট্রিগার চালিয়ে লক্ষ্যভেদ করেন, ততটাই নিখুঁত ভাবে মার্জার সরণিও মাত করলেন মনু।

মনু পরেছিলেন কালো রঙের কৃত্রিম চামড়ার হাঁটুঝুল পেনসিল স্কার্ট।

মনু পরেছিলেন কালো রঙের কৃত্রিম চামড়ার হাঁটুঝুল পেনসিল স্কার্ট। ছবি: সংগৃহীত

এক সপ্তাহের জন্য ফ্যাশনের আসর বসেছে দিল্লিতে। শুক্রবার সন্ধ্যায় সেখানেই দেখা যায় মনুকে। তিনি পরেছিলেন কালো রঙের কৃত্রিম চামড়ার হাঁটুঝুল পেনসিল স্কার্ট। সঙ্গে কৃত্রিম চামড়ারই একই রঙের টপ। সঙ্গে নিয়ন সবুজ রঙের একটি শ্রাগ কাঁধের উপর ফেলে রেখেছিলেন আলগা ভাবে। পায়ে পরেছিলেন উঁচু হিলের অ্যাঙ্কল স্ট্র্যাপ জুতো। হালকা এবং স্মার্ট পোশাকে মনুকে দেখে বোঝাই যাচ্ছিল না, এই প্রথম র‌্যাম্পে হাঁটলেন হরিয়ানার কন্যা। গ্ল্যামার জগতে তাঁর সদ্য পদার্পণ!

যে একাগ্রতায় বন্দুকের ট্রিগার চালিয়ে লক্ষ্যভেদ করেন, ততটাই নিখুঁত ভাবে মার্জার সরণিও মাত করলেন মনু।

যে একাগ্রতায় বন্দুকের ট্রিগার চালিয়ে লক্ষ্যভেদ করেন, ততটাই নিখুঁত ভাবে মার্জার সরণিও মাত করলেন মনু। ছবি: মনু ভাকেরের ইনস্টাগ্রাম ভিডিয়ো থেকে

অবশ্য মনুকে নিয়ে মাতামাতি শুরু হয়েছিল অলিম্পিক্সের মঞ্চে তাঁকে দেখার পর থেকেই। বলিউড নায়িকাদের ছেড়ে মনুতে মুগ্ধ হয়েছিল দেশবাসী। সমাজমাধ্যমে হঠাৎ ‘ট্রেন্ডিং’ হতে শুরু করেছিল হ্যাশট্যাগ ‘নেশন’স নিউ ক্রাশ মনু ভাকের’ অর্থাৎ দেশের নতুন মোহ মনু ভাকের। অলিম্পিক্সে শ্যুটিংয়ে জোড়া পদকজয়ী মনুকে নিয়ে তখন থেকেই শুরু হয়েছিল গ্ল্যামারের দুনিয়ার সঙ্গে তুলনা টানা। এ বার সরাসরি গ্ল্যামার জগতেই পা রাখলেন মনু।

মার্জার সরণির বিভিন্ন মুহূর্তে মনু ভাকের।

মার্জার সরণির বিভিন্ন মুহূর্তে মনু ভাকের। ছবি: মনু ভাকেরের ইনস্টাগ্রাম ভিডিয়ো থেকে

মহিলা খেলোয়াড়দের গ্ল্যামার জগতে আসা নতুন ঘটনা নয়। এর আগে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জ়া, ব্যাডমিন্টন তারকা, পিভি সিন্ধু, সাইনা নেহাওয়াল, ভারতীয় মহিলা ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজকেও দেখা গিয়েছে র‌্যাম্পে হাঁটতে।

মহিলা খেলোয়াড়দের গ্ল্যামার জগতে আসা নতুন ঘটনা নয়। এর আগে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জ়াকেও দেখা গিয়েছে।

মহিলা খেলোয়াড়দের গ্ল্যামার জগতে আসা নতুন ঘটনা নয়। এর আগে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জ়াকেও দেখা গিয়েছে। ছবি: সংগৃহীত

সানিয়া, সিন্ধু, মিতালিদের দেখে মনেই হয়নি, তাঁরা মডেল নন। সানিয়া তো একটা সময় নিয়মিত র‌্যাম্পে, ফ্যাশন ম্যাগাজ়িনের প্রচ্ছদে দেখা দিতেন। শুক্রবার সন্ধ্যায় মনুকে দেখেও একই রকম আত্মবিশ্বাসী লেগেছে বলে মত ফ্যাশন সমালোচকদের। র‌্যাম্পে হাঁটতে হাঁটতে হঠাৎই আঙুলে বন্দুকের ভঙ্গি করে তা দিয়ে গুলি করার মতো তাগ করেছিলেন মনু। শুটার মনুর সেই ভঙ্গিমা পছন্দ হয়েছে অনুরাগীদের। যদিও মনু বলছেন, ‘‘একটু নার্ভাস লাগছিল। তবে অভিজ্ঞতাটাও ছিল একেবারে অন্য রকম। পুরো ব্যাপারটাকে আমি উপভোগ করেছি।’’

র‌্যাম্পে পিভি সিন্ধু।

র‌্যাম্পে পিভি সিন্ধু। ছবি: সংগৃহীত

তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি সানিয়া মির্জার মতো মাঝেমধ্যেই মার্জার সরণিতে আলো ছড়াবেন? মনু সরাসরি সে প্রশ্নের উত্তর না দিলেও বলেছেন, ‘‘আমি বরাবর টিভিতে ফ্যাশন শো দেখতে ভালবাসতাম। এখানে এসেও যে অভিজ্ঞতা হল, তা খুব ভাল। ওই অভিজ্ঞতা আমার মনে বরাবরের জন্য লেখা থাকল।’’

র‌্যাম্পে মনু ভাকের।

র‌্যাম্পে মনু ভাকের। ছবি: পিটিআই

অন্য বিষয়গুলি:

Manu Bhaker
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE