Advertisement
E-Paper

শাহরুখ খান যাবেন মেট গালায়! দেখা দেবেন বাঙালি শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাকে

মেট গালায় কে কী পরে এলেন, সে দিকে নজর থাকে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ার। এর আগে আলিয়ার মেট গালার পোশাকের নকশা করে নজর টেনেছিলেন সব্যসাচী। শাহরুখের জন্য কেমন পোশাক তৈরি করলেন সব্যসাচী, দেখা যাবে মে মাসের ৫ তারিখ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৯:১৮
মেট গালায় কোন অবতারে ধরা দেবেন শাহরুখ খান? সব্যসাচী মুখোপাধ্যায়ের কেমন পোশাক বানাবেন তাঁর জন্য?

মেট গালায় কোন অবতারে ধরা দেবেন শাহরুখ খান? সব্যসাচী মুখোপাধ্যায়ের কেমন পোশাক বানাবেন তাঁর জন্য? ছবি : সংগৃহীত।

সাজগোজের ব্যাপারে তিনি কোনও দিনই বড় একটা গত ভাঙেননি। তবু যা পরেন বা পরেছেন এবং যে ভাবে পরেছেন, তাতে মুগ্ধই হয়েছেন ভক্তরা। সে কোঁচা দোলানো ধুতি-পাঞ্জাবীতে বাঙালির ‘দেবদাস’ সাজুন বা বুক খোলা শার্টে নাভিলম্বিত চেন আর পেনডেন্টের ফাঁক দিয়ে পেশির ভাস্কর্য দেখানো ঝুঁটি বাধা ‘পাঠান’ কিংবা চোখে সুরমা, পাঠান স্যুট আর রুপোলি ফ্রেমের চশমা পরা ‘রইস’ আলম— শাহরুখ খান ভক্তদের চোখে নেশা লাগিয়েছেন নানা অবতারে। এ-ও বুঝিয়েছেন ভাল দেখানোর জন্য ফ্যাশনের পিছু নেওয়ার দরকার নেই। স্টাইল থাকলেই হবে। সেই তিনি কি না এ বার অবতীর্ণ হতে চলেছেন ফ্যাশনের তীর্থক্ষেত্র মেট গালায়! তা-ও আবার বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাকে। অন্তত এমনটাই খবর।

খবরটি প্রকাশ করেছে ফ্যাশনজগতের নানা রকম খবর দেওয়া একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘ডায়েট সব্য’। পোস্টে লেখা হয়েছে ‘শাহরুখ+সব্য মেট কনফার্মড’। পরে বিষয়টি বিস্তারেও লেখা হয়েছে। ডায়েট সব্য লিখেছে, ‘‘আমরা নিশ্চিত ভাবে জানাচ্ছি, শাহরুখ খান— ভারতের বহু প্রজন্মের সুপারস্টার— চলতি বছরের মে মাসে সব্যসাচীর পোশাক পরে আত্মপ্রকাশ করতে চলেছেন মেট গালায়।’’ শাহরুখের মেট গালায় যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরেই কানাঘুষো চলছিল। ‘ডায়েট সব্য’ বিষয়টি জানানোর পরে দেখা গিয়েছে, সেই পোস্ট ‘লাইক’ করেছেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি। তাতে আরও নিশ্চিত হয়েছে বলিউড।

সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা গয়না এর আগে পরেছেন শাহরুখ খান।

সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা গয়না এর আগে পরেছেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

খবর সত্যি হলে এই প্রথম আন্তর্জাতিক ফ্যাশনের ওই মঞ্চে দেখা যাবে শাহরুখকে। এর আগে আমেরিকার মেট গালায় বলিউডের প্রতিনিধিরা যাননি, এমন নয়। প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্টরা গত কয়েক বছরে নজর কেড়েছেন সেখানে। তবে শাহরুখ বলিউডের প্রথম পুরুষ, যিনি মেট গালার লাল গালিচায় হাঁটবেন। কেমন পোশাক পরে হাঁটবেন তিনি, আপাতত জল্পনা শুরু হয়েছে তা নিয়েই।

প্রতি বছর ‘মেট গালা’ হয় নিউ ইয়র্ক শহরের আর্টস কস্টিউম ইনস্টিটিউট মেট্রোপলিটান মিউজ়িয়ামে। সেখানকার রক্ষণাবেক্ষণের জন্য টাকা তোলাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। যার জন্য প্রতি বছর একটি ফ্যাশন প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে আসেন গোটা দুনিয়ার ফ্যাশন জগতের নামী ব্যক্তিরা। মেট গালার বিশেষত্ব হল, ওই ফ্যাশন প্রদর্শনীতে যে কোনও পোশাক পরে আসা যায় না। প্রতি বছরই আমন্ত্রিতদের জন্য আগে থেকে ঘোষণা করা হয় ‘থিম’। সেই ‘থিম’ বা ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে পোশাক পরেন আমন্ত্রিতেরা। এ বছরের মেট গালার মূল ভাবনা যেমন জানিয়ে দেওয়া হয়েছিল গত বছরের শেষেই। বলা হয়েছিল ২০২৫ সালের মেট গালার ভাবনা অনুপ্রাণিত কৃষ্ণাঙ্গদের ফ্যাশন বিপ্লব থেকে। ‘থিম’-এর নাম— ‘সুপারফাইন: টেলরিং ব্ল্যাক স্টাইল’। সেই ভাবনা মাথায় রেখেই শাহরুখের জন্য পোশাক তৈরি করার কথা সব্যসাচীর।

ফ্যাশনও যে সমাজে একটা শ্রেণিকে তাদের প্রয়োজনীয় সম্মান দিতে পারে, তা প্রমাণ করেছিল ১৯২০ সালের ব্ল্যাক ফ্যাশন।  ছবিতে তেমনই পোশাকে দুই কৃষ্ণাঙ্গ। বাঁ দিকে, আমেরিকার ফ্যাশন সাংবাদিক আন্দ্রে লিয়ন ট্যালি।

ফ্যাশনও যে সমাজে একটা শ্রেণিকে তাদের প্রয়োজনীয় সম্মান দিতে পারে, তা প্রমাণ করেছিল ১৯২০ সালের ব্ল্যাক ফ্যাশন। ছবিতে তেমনই পোশাকে দুই কৃষ্ণাঙ্গ। বাঁ দিকে, আমেরিকার ফ্যাশন সাংবাদিক আন্দ্রে লিয়ন ট্যালি। ছবি: সংগৃহীত।

উল্লেখ্য, উনিশ শতকের শেষ থেকে বিংশ শতকের গোড়ার দিক পর্যন্ত যখন আটলান্টিক ছোঁয়া দেশগুলিতে দাস প্রথা চরমে। কৃষ্ণাঙ্গদের আফ্রিকা থেকে কিনে ইউরোপীয়রা আমেরিকায় বিক্রি করছে দাস হিসাবে, সেই সময়ে আফ্রিকার লোকেরা সমাজে তাঁদের সম্মান প্রতিষ্ঠা করার জন্য পোশাক এবং ফ্যাশনের শরণাপন্ন হন। প্রথমে পুরুষেরা এবং পরে মহিলারাও ফ্যাশনের মাধ্যমে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করেন। ফ্যাশনও যে সমাজে একটা শ্রেণিকে তাদের প্রয়োজনীয় সম্মান দিতে পারে, তা প্রমাণ করেছিল ১৯২০ সালের ‘ব্ল্যাক ফ্যাশন’। সেই সময়ে শরীরের আদলকে নিখুঁত ভাবে বোঝানো পোশাক-আশাক পরার চল তৈরি করেছিলেন কৃষ্ণাঙ্গেরা। যাকে বলা হত টেলরিং স্টাইল। সেই স্টাইল আপন করে নিয়েছিল আমেরিকা এবং ইউরোপের অ-কৃষ্ণাঙ্গ পুরুষ এবং মহিলারাও। এ বছরের মেট গালায় যেটা দেখার, তা হল ওই ভাবনার সঙ্গে মিলিয়ে শাহরুখের জন্য কেমন পোশাক তৈরি করতে চলেছেন সব্যসাচী।

মেট গালায় কে কী পরে এলেন, সে দিকে নজর থাকে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ার। এর আগে সব্যসাচী আলিয়ার মেট গালার পোশাকের নকশা করে ফ্যাশন দুনিয়ার নজর টেনেছিলেন। শাহরুখের ক্ষেত্রে আগামী ৫ মে মেট গালার লাল গালিচার জন্য তিনি কী পরিকল্পনা করেছেন, শাহরুখকেই বা সেই পোশাকে কেমন দেখাবে, আপাতত সে দিকেই নজর বলিউড প্রেমীদের।

Shah Rukh Khan Met Gala 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy