চুলে অয়েল মাসাজ করতে বলা হয় আর্দ্রতা বজায় রাখার জন্য। কিন্তু বর্ষাকালে যেখানে ভিজে চুল শুকোতেই চায় না, স্যাঁতসেঁতে ভাব থেকে যায় সারা দিন, তখনও কি চুলে তেল দেওয়া উচিত। নাকি বর্ষায় চুলে তেল দিলে চুলের ক্ষতি হতে পারে? বর্ষায় চুলের সঠিক যত্ন নেওয়ার ব্যাপারে চিন্তিত বা যাঁরা বর্ষায় চুলের সমস্যায় ভুগছেন, তাঁরা চুলে তেল দেওয়ার কথা ভাবলে পাঁচটি বিষয় জেনে রাখুন।
১। চুলে অয়েল মাসাজ বর্ষাতেও উপকারী
তেল শুধু চুলের আর্দ্রতা বজায় রাখতেই সাহায্য করে না। মাথার ত্বকে এবং চুলের গোড়ায় পুষ্টি জোগাতেও অনেক ক্ষেত্রে সাহায্য করে তেল। শুধু তাই নয়, রূপচর্চা শিল্পীরা বলছেন, চুলকে ভিতর থেকে পুষ্টি জুগিয়ে দূষণ থেকে রক্ষা পাওয়ার একটি বর্মও বানাতে সাহায্য করে তেল। তাই ঋতু বদলালেও তেলের ভূমিকা বদলে যায় না।
২। তেল কী ভাবে মাখছেন, তা গুরুত্বপূর্ণ
তবে বর্ষায় তেল মাখলে কী ভাবে তা মাখছেন, তা মাথায় রাখতে হবে। মাথার ত্বকে হালকা হাতে তেল মাসাজ করুন। সারারাত মাথায় তেল লাগিয়ে না রাখাই ভাল। খুব বেশি ১ ঘণ্টা তেল মাথায় রেখে তার পরে তা ধুয়ে ফেলুন।
৩। তেল বুঝে ব্যবহার করতে হবে
বর্ষায় মাথায় হালকা তেল ব্যবহার করতে হবে। আমন্ডের তেল, নারকেল তেল, জোজোবা অয়েল সে দিক দিয়ে ভাল। এই ধরনের তেল চুল বা মাথার ত্বক দ্রুত শোষণ করে নিতে পারে।
৪। নিয়মিত চুল ধোয়া জরুরি
মাথায় তেল দিলে তো বটেই, নিয়মিত তেল দেওয়ার অভ্যাস থাকলে নিয়মিত শ্যাম্পু করাও জরুরি। কারণ মাথার ত্বক তেলতলে হয়ে থাকলে তা থাকে ছত্রাকের সংক্রমণ হতে পারে। চুল ঝরার সমস্যাও দেখা দিতে পারে ।
৫। শুকনোর ব্যপারে খেয়াল রাখতে হবে
বর্ষায় চুল শুকনোর জন্য অনেকেই ড্রায়ার বা হিটিংয়ের যন্ত্র ব্যবহার করেন। চুল ভাল রাখতে হলে এই ধরনের যন্ত্র দিয়ে না শুকিয়ে হালকা হাতে শুকনো তোয়ালে দিয়ে চুল মুছে হাওয়ায় শুকিয়ে নিন।