বহু বার এক সঙ্গে হাত ধরে হেঁটেছেন মার্জার সরণিতে। পোশাকশিল্পীর অভ্যাস ছিল, প্রত্যেকটি ফ্যাশন শোয়ের শেষে 'শো স্টপার'-এর হাত ধরে গানের তালে নাচতে নাচতে মঞ্চে হাজির হওয়া। বলিউডের অভিনেত্রী এবং শৌখিনী সোনম কপূর বহু বার সেই 'শো স্টপার' অর্থাৎ ফ্যাশন শোয়ের প্রধান মুখ হয়েছেন। আশা ভোঁসলের পুরনো হিন্দি ছবির গানের তালে পোশাকশিল্পী রোহিত বলের নাচে পা মিলিয়েছেন তিনিও। রবিবারও রোহিতের নকশা করা পোশাকে মার্জার সরণিতে নামলেন সোনম। আবার তিনি 'শো স্টপার'। কিন্তু এ বার তিনি একা। তাঁর হাত ধরার জন্য রোহিত নেই। মঞ্চে কয়েক পা হেঁটেই থমকে গেলেন সোনম। হঠাৎ ভেঙে পড়লেন কান্নায়। বুঝতে বাকি রইল না, প্রিয় পোশাকশিল্পীর মঞ্চ মাতানো উচ্ছ্বাস মনে পড়ে যাচ্ছে তাঁর। কাঁদতে কাঁদতেই সোনম হাঁটলেন প্রয়াত পোশাকশিল্পী রোহিতকে শ্রদ্ধা জানাতে আয়োজিত দিল্লির ফ্যাশন শোয়ের মঞ্চে।
রোহিত বলের পোশাকে সোনম। ছবি: ইনস্টাগ্রাম।
ঠিক তিন মাস হল মারা গিয়েছেন রোহিত বল। ভারতীয় ফ্যাশন দুনিয়ার উজ্জ্বল নক্ষত্রকে তাঁর সহকর্মী এবং বন্ধুরা আদর করে ডাকতে গুড্ডা বলে। কাশ্মীরের মানুষ। দেখলে অবশ্য কোনও অংশে ভারতীয় মনে হত না গুড্ডাকে। পিঙ্গল চোখ, সোনালি চুলের পোশাক শিল্পীকে খাঁটি ইংলিশম্যান মনে হত। যদিও শিকড়ের প্রতি রোহিতের টান ছিল জোরালো। ভারতীয় সংস্কৃতি তো বটেই, কাশ্মীরের সুতোর কাজকেও নিজের পোশাকের নকশায় অন্য মাত্রা দিয়েছিলেন রোহিত। আবার তাঁর তৈরি খাদির পোশাক দেখে ফ্যাশন দুনিয়া তাজ্জব বনেছিল। পোশাকশিল্পী রোহিতের প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসাবে তাঁর রেখে যাওয়া কাজকে উদযাপন করতে চেয়েছিল ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়া। রোহিতের মৃত্যুর ঠিক তিন মাস পরে তারা আয়োজন করেছিল একটি ফ্যাশন শো, যে খানে রোহিতের বন্ধু এবং সহকর্মীরা তাঁর পোশাক পরে হাঁটবেন। সেই অনুষ্ঠানে ডাকা হয়েছিল সোনমকেও।
রোহিতের নকশায় বরাবর গুরুত্ব পেয়েছে প্রকৃতি। ছবি: ইনস্টাগ্রাম।
সোনম পরেছিলেন রোহিতের নকশা করা একটি ধবধবে সাদা গোড়ালি ছোঁয়া ঘের দেওয়া আঙরাখা কুর্তা। তার উপর ঘন সুতোর কাজ করা একটি লম্বা ঝুলের অফ হোয়াইট জ্যাকেট। সুতোর কাজে স্পষ্ট রোহিতের নিজস্ব ছাপ। কাশ্মীরি কাজে ময়ূরের মোটিফ জ্যাকেট জুড়ে। বরাবরই রোহিতের নকশায় ফুটে উঠেছে প্রকৃতির রঙিন রূপ। তাঁকে শ্রদ্ধা জানাতে আয়োজিত ফ্যাশন শোয়ের মঞ্চেও তার প্রতিফলন দেখা গেল।
লাল গোলাপের মোটিফ পছন্দ ছিল রোহিতের। দেখা গেল ফ্যাশন শোয়ে রোহিতের পোশাকের সঙ্গে সোনমের মাথায় লাল গোলাপের তোড়া। হাতে গোলাপের মালা। রোহিতের পোশাক পরে হাঁটা বাকিদের সাজও সোনমেরই মতো। প্রিয় পোশাকশিল্পীকে তাঁর প্রিয় ফুলেই শ্রদ্ধা জানালেন বন্ধুরা।