কেউ বলেন কালী উগ্র, কালী ধ্বংসাত্মক। কালীর সাজও অনেকের কাছে ভয়াবহ। বাড়ির অবাধ্য মেয়েটির মতো। অথচ তাতেই লুকিয়ে শক্তি। সময়ের শক্তি, বিশ্বচালিকা শক্তি। নারীর অন্তরের সেই শক্তি নানা সময়ে প্রকাশ পেয়েছে যেমন কাজের মাধ্যমে, তেমনই আবার তা তুলে ধরার দায়িত্ব পালন করে চলেছে নারীর সাজ। সময়ের সঙ্গে বদলে বদলে গিয়েছে সাজের ধরন। বাঙালির শাড়ি-গয়না পরার কায়দাতেই এসেছে কত বদল। অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের কালীপুজোর নানা সাজে উঠে এল তেমনই নানা সময়ের সাজের কথা। ভূষণে শক্তি প্রকাশের ইতিহাস।