পুজো এসে গেল, কিন্তু চুলের হাল ফিরল না! অনেকেই বলবেন, চাকরি-সংসার সামলে চুলের পিছনে সময় দেওয়ার সময় কোথায়? কিন্তু তা বললে কি হয়! বরং জেনে নিন, কী ভাবে চুলে জেল্লা ফেরাবেন?
বারবার আঁচড়ালে চুলের ডগায় চিড় ধরে। ফলে চুল দুর্বল হয়ে পড়ে এবং উঠে যেতে পারে। চেষ্টা করুন চুল কম আঁচড়ানোর। প্রয়োজনে হেয়ার সিরাম ব্যবহার করুন। নরম ও জেল্লাদার চুল পাওয়ার কিছু ঘরোয়া টোটকা জেনে নিন।
রুক্ষ চুলের জেল্লা ফেরানোর তিন উপায়
ঘরে তৈরি কোরিয়ান সিরাম
২ চামচ অ্যালো ভেরা জেল, ১ চামচ চাল ভেজানো জল, ৪-৫ ফোঁটা রোজমেরি অয়েল, ১ চামচ গ্লিসারিন নিতে হবে। সমস্ত উপকরণ খুব ভাল করে মিশিয়ে একটি পরিষ্কার কাচের শিশিতে রেখে দিন। শ্যাম্পু করা চুল শুকিয়ে যাওয়ার পর ড্রপারের সাহায্য মাথার ত্বকে কয়েক ফোঁটা দিয়ে মৃদু চাপ দিয়ে তা মালিশ করতে হবে। চুলের উপর যেন সিরামের পরত লেগে থাকে।
আরও পড়ুন:
অ্যাপল সাইডার ভিনিগার ও রোজ়মেরির প্যাক
চুল নরম ও সুন্দর করতে কাজে আসে অ্যাপ্ল সাইডার ভিনিগার। এতে রয়েছে, ভিটামিন বি, ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি। প্রাণহীন চুলে জেল্লা ফেরানোর জন্য ভিনিগার দারুণ কাজ দেয়। শ্যাম্পুর মতো হাতে সামান্য অ্যাপ্ল সাইডার ভিনিগার নিয়ে মাথায় মেখে নিন। চাইলে এর সঙ্গে কয়েক ফোঁটা রোজ়মেরি এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন। নিয়মিত ব্যবহারে চুল হবে চকচকে।
গ্রিন টি-অ্যালো ভেরার সিরাম
প্রথমে গ্রিন টি বানিয়ে নিন। এক কাপ মতো চা বানিয়ে ঠান্ডা হতে দিন। এ বার তাতে ২ চা-চামচ অ্যালো ভেরা জেল ও ১ চামচ মধু মিশিয়ে ভাল করে নাড়ুন। মিশ্রণ সুন্দর জেলের মতো হবে। শ্যাম্পু করার পরে চুল শুকনো করে মুছে নিয়ে এই সিরাম মাখতে পারেন। এতে চুল রুক্ষ হবে না। চুল পড়াও বন্ধ হবে।