বয়স তো বাড়বেই। আর বয়স যে বাড়ছে, তা প্রথম ধরা পড়ে বদলে যাওয়া চুলের রঙে। কিন্তু আজকাল তুলনামূলক কম বয়সেও চুলে পাক ধরছে। এর কারণ অনেক। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত রাসায়নিক দেওয়া হেয়ার ডাই ব্যবহারের কারণে অকালেই পাক ধরছে চুলে। আর শুধু পাকা চুলের সমস্যাই নয়, চুল অনেক বেশি রুক্ষ ও শুষ্কও হয়ে যাচ্ছে। যদি পাকা চুল ঢাকতেই নয়, তা হলে কেনা হেয়ার ডাই বা পার্লারের রাসায়নিক মেশানো কৃত্রিম রং নয়, বদলে ব্যবহার করতে পারেন বাড়িতে তৈরি হেনার প্যাক। তবে অনেকেই আবার হেনা ব্যবহার করতে চান না, চুল লালচে হয়ে যাওয়ার ভয়ে। কারও আবার ভয় হেনা ব্যবহার করলে চুল খসখসে হয়ে যায়।
হেনা ব্যবহার করেও কিন্তু কালো, নরম চুল পেতে পারেন। তবে সে ক্ষেত্রে হেনায় জল গুলে লাগিয়ে ফেললে চলবে না, তার সঙ্গে মেশাতে হবে আরও কিছু উপাদান। একটি লোহার কড়াইতে হেনা গুঁড়োর সঙ্গে একটা ডিম, লেবুর রস, ১ টেবিল চামচ আমলা গুঁড়ো, ১ টেবিল চামচ কফি গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। এ বার কড়া করে কালো চা বানিয়ে সেই চা দিয়েই হেনা গুলে নিন। সারা রাত সেই মিশ্রণ ঢেকে রেখে দিন। অনেকেই আবার চুলে ডিম মাখতে পছন্দ করেন না, সে ক্ষেত্রে ডিমের বদলে টক দই ব্যবহার করতে পারেন। এতেও চুল নরম আর ঝলমলে হবে।
পরের দিন সকালে মিশ্রণটি মাথায় মেখে ঘণ্টা দুয়েক রেখে তার পর জলে ধুয়ে নিন। সেই দিন ভুলেও শ্যাম্পু করবেন না। পরের দিন শ্যাম্পু করে নিতে পারেন।