মেকআপ সুন্দর করার জন্য বেস মেকআপ সঠিক হওয়া জরুরি। তাই মেকআপ কিটে কনসিলার রাখতেই হবে। মেকআপ করার আগে মুখের দাগ, ছোপ, চোখের তলার কালি ঢেকে ফেলে কনসিলার। দাগছোপ ঢেকে ফেলা কেবল নয়, কনসিলার মেকআপকে নিখুঁত করে তুলতে পারে।
অনেক ক্ষেত্রেই কনসিলার লাগাতে গিয়ে গোলমাল হয়ে যায়। বেশি লাগিয়ে ফেললেই দেখতে খারাপ লাগে। ফাউন্ডেশন বা কমপ্যাক্ট যেমন ত্বকের রং, ধরন অনুযায়ী বেছে নেওয়া উচিত, তেমনই ত্বকের রং, দাগের ধরন অনুযায়ী কনসিলারও ব্যবহার করতে হয় সঠিক ভাবে।
মেকআপ শুরুর আগে মুখ ভাল করে ধুয়ে নিন। এ বার ব্রাশে করে প্রাইমার নিয়ে মুখে ও গলায় ভাল করে লাগিয়ে নিতে হবে। তার পর দাগের উপরে আলতো হাতে কনসিলার লাগিয়ে নিন। যদি ব্রণ, ফুসকুড়ি, দাগছোপ থাকে, তা হলে তা ঢেকে দেবে কনসিলার।
আরও পড়ুন:
সকলের ত্বকের ধরন এক রকম নয়। ত্বক তৈলাক্ত হলে ম্যাট ফিনিশ কনসিলার খুব জরুরি। ভারতীয়দের ত্বকের ধরন অনুযায়ী অরেঞ্জ টোনড কনসিলার খুব ভাল মানায়। কনসিলার খুব ভাল করে ত্বকের রঙের সঙ্গে মিশিয়ে দিতে হবে। না হলে মুখে ফুটে উঠবে। মনে রাখবেন, কনসিলারের সঙ্গে সঠিক ময়েশ্চারাইজ়ার লাগানোও জরুরি।
কনসিলার হাতে নিয়ে বা তুলোয় করে লাগাতে পারেন। চোখের তলায় কালি থাকলে কনসিলার লাগানোর পরে আই ক্রিম লাগিয়ে নিতে হবে। তার পর ত্বকের যে অংশে দাগ রয়েছে, সেখানে কনসিলার লাগিয়ে ভাল করে মিলিয়ে দিন।
ত্বকে যদি ব্রণের সমস্যা থাকে, তা হলে যেখানে ব্রণ হয়েছে সেখানে আগে প্রাইমার লাগিয়ে নিন। তার পর কনসিলার লাগিয়ে ব্রাশ দিয়ে মিশিয়ে দিন। এ বার অল্প একটু ফাউন্ডেশন নিয়ে ব্রণর চারধারে কয়েক ফোঁটা লাগিয়ে মিশিয়ে দিন আঙুল দিয়ে।