তারুণ্য ধরে রাখতে কে না চান! তবে তার জন্য কিছু পরিশ্রম লাগে। আর দরকার হয় ধৈর্যের। এই দু’টি বিষয় আয়ত্ত্ব করে নিতে পারলই বাকিটা সহজ। তবে ত্বকের তারুণ্য ধরে রাখার এক গোপন চাবিকাঠি রয়েছে আরও একটি চেনা উপাদানে। ডিমের কুসুম। ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন ডি সমৃদ্ধ ডিমের কুসুম ত্বকের কােলাজেন বৃদ্ধি করতে সাহায্য করে পাশাপাশি ত্বকের টান টান সতেজ ভাব বজায় থাকে। ডিমের কুসুম দিয়ে ফেস মাস্ক বানাবেন কী ভাবে? রইল দু’রকমের উপায়।
১। কুসুম আর অলিভ অয়েল
একটি ডিমের কুসুম ফেটিয়ে তাতে এক টেবিল চামচ অলিভ অয়েল দিন। তার পরে ভাল ভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটি মুখে লাগান। ত্বকের টানটান সতেজ ভাব ফিরিয়ে আনার জন্য এবং শুষ্ক ত্বকের আর্দ্রতা ফেরানোর জন্য এই মাস্কটির তুলনা হয় না।
২। কুসুম আর মধু
একটি ডিম নিন এবং কুসুম এবং সাদা অংশ আলাদা করুন। কুসুমের সাথে এক টেবিল চামচ মধু মিশিয়ে ব্যবহার করুন। এটি শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত, কারণ এটি ত্বকের গভীরে আর্দ্রতা এবং পুষ্টি প্রদান করে। এটি প্রায় ২০ মিনিট লাগিয়ে রেখে তার পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার ব্যবহার করলেই ত্বকে টানটান ভাব ফিরবে।