শীত প়ড়লেই বাজার ভরে ওঠে কমলালেবুতে। এ সময়ে চিকিৎসকরাও পরামর্শ দিয়ে থাকেন এই লেবু নিয়মিত খেতে। তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কিন্তু জানেন কি শুধু খাবার হিসাবেই নয়, রূপচর্চাতেও কমলালেবুকে সঙ্গী করলে মিলবে সুফল।
রূপচর্চায় কী ভাবে ব্যবহার করবেন কমলালেবুকে? কী ফলই বা মিলবে?
১) মুখে কমলালেবুর রস মাখতে পারেন। মিনিট পাঁচেক রেখে ধুয়ে ফেলবেন। ময়লা জমে বন্ধ হয়ে যায় ত্বকের ছিদ্রগুলি। তা থেকে হতে পারে ব্রণ। কমলালেবুর রসে ত্বক পরিষ্কার হবে। ফিরবে ঔজ্জ্বল্যও।