Advertisement
০৮ অক্টোবর ২০২৪
facial

Caviar Facial: প্রায় ৭৫ হাজার টাকার ফেশিয়াল! মাছের ডিম দিয়ে রূপচর্চা করার এত খরচ কেন

কারদাশিয়ান বোনেরা এবং হলিউ়ডের বহু তারকা ক্যাভিয়ার ফেশিয়াল করিয়ে থাকেন।

নিয়মিত ক্যাভিয়ার ফেশিয়াল করান ক্লোয়ি কারদাশিয়ান।

নিয়মিত ক্যাভিয়ার ফেশিয়াল করান ক্লোয়ি কারদাশিয়ান। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২২ ০৯:২৫
Share: Save:

মাছের ডিম দিয়ে রূপচর্চা! তার খরচ প্রায় ৭৫ হাজার টাকা! কিন্তু কেন? আমেরিকার জনপ্রিয় এই ফেশিয়ালের কথা শুনে চোখ কপালে তোলেন সে দেশেরও সাধারণ মানুষ। নিউ ইয়র্কে সবচেয়ে কম যাঁরা আয় করেন, তাঁদের সাপ্তাহিক আয় মোটামুটি ৬০০ ডলার। আর এই ফেশিয়াল একবার করানোর খরচই ১০০০ ডলারের বেশি। ভারতীয় অঙ্কে যার মূল্য ৭৪,৬২৪ টাকা।

কিন্তু কেন এত দাম এই ফেশিয়ালের? কারণ ফেশিয়াল করানোর সময় যে সে মাছের ডিম দিয়ে করানো হয় না। ব্যবহার হয় ক্যাভিয়ারের ডিএনএ। বিশ্বের সবচেয়ে দামি খাবারের মধ্যে অন্যতম ক্যাভিয়ার। ভারতীয় অঙ্কে ৩০ গ্রাম ক্যাভিয়ারের দাম পড়তে পারে আট থেকে ১৮ হাজার টাকার কাছাকাছি (কোন ধরনের ক্যাভিয়ার কিনছেন তার উপর নির্ভর করবে দাম, কালো ক্যাভিয়ারের দাম সবচেয়ে বেশি)।

ক্যাভিয়ারের দাম ভারতীয় অঙ্কে আট থেকে ১৮ হাজার টাকার মতো।

ক্যাভিয়ারের দাম ভারতীয় অঙ্কে আট থেকে ১৮ হাজার টাকার মতো। ছবি: সংগৃহীত

অস্কারের সন্ধ্যা কিংবা অন্য কোনও বিশেষ অনুষ্ঠানের আগে হলিউডের তারকারা দৌড়ান ক্যাভিয়ার ফেশিয়াল করাতে। কিম কারদাশিয়ানের বোন ক্লোয়ি এবং কোর্টনি কারদাশিয়ান অবশ্য মাসে দুই থেকে তিন বার এই ফেশিয়াল করিয়ে থাকেন চেহারায় তারুণ্য ধরে রাখার জন্য। ক্যাভিয়ারে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিড্যান্ট।

কেন এত জনপ্রিয় ক্যাভিয়ার ফেশিয়াল

ক্যাভিয়ারের প্রাকৃতিক পুষ্টিগুণ ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য ম্যাজিকের মতো কাজ করে। ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে দিয়ে ত্বক আরও তুলতুলে করে তোলে। দাগ-ছোপ মিলিয়ে দেয় নিয়মিত ব্যবহারে।

বিলাসবহুল স্পা রিজর্টে করানো হয় এই ফেশিয়াল।

বিলাসবহুল স্পা রিজর্টে করানো হয় এই ফেশিয়াল। ছবি: সংবাদ সংস্থা

কত বার করাতে হয়

দুই থেকে তিন সপ্তাহ অন্তর করানোই রীতি। তবে দূষণ, মানসিক চাপ কিংবা হবু মায়েদের যদি ত্বক খুব বেশি ক্লান্ত হয়ে পড়ে এবং বাড়তি যত্নের প্রয়োজন হয়, তা হলে প্রত্যেক সপ্তাহে করানোর উপদেশ দেন বিশেষজ্ঞরা।

কী থাকে ৭৫ হাজার টাকার ফেশিয়ালে

নানা ভাবে ত্বক পরিষ্কার করার পর চার-পাঁচ রকম মাস্ক ব্যবহার করা হয়। কোলাজের মাস্কও থাকে তার মধ্যে। এক ধরনের ইনজাইম পিলও ব্যবহার হয়। এক ঘণ্টা ধরে হায়ড্রা ফেশিয়াল করানো হয়। তার পর থাকে এলইডি লাইট দিয়ে ট্রিটমেন্ট। বিলাসবহুল ফরাসি ব্র্যান্ডের নানা রকম ক্রিম-ময়শ্চারাইজার এবং অন্যান্য পণ্য ব্যবহার করা হয়। সঙ্গে থাকে চার রকম মাসাজ। তার মধ্যে অন্যতম জাপানের ৫৪০ বছর পুরনো কোবিডো পদ্ধতি। যা নিয়মিত করলে নাকি মুখের পেশি গঠন মনের মত করে ফেলা যায়।

ক্যাভিয়ারে আছে নানা পুষ্টিগুণ।

ক্যাভিয়ারে আছে নানা পুষ্টিগুণ। ছবি: সংগৃহীত

কত ক্ষণ লাগে

প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টা

কোথায় হয়

নিউ ইয়র্ক, প্যারিস, লাস ভেগাস, লাগুনা বিচ সহ অনেক শহরেই বিশেষ স্পা রিজর্টে এই ধরনের ফেশিয়াল করানো হয়।

অন্য বিষয়গুলি:

facial most expensive Hollywood Celebrity
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE