মা হওয়ার পরেই মুষড়ে পড়ছেন বলিউডের নায়িকারা! কারণ, সন্তানের জন্ম দেওযার পরে তাঁদের দীর্ঘ যত্নলালিত চেহারার গড়ন নষ্ট হয়ে যাচ্ছে। ব্যাপারটি এতটাই প্রভাবিত করছে তারকা মায়েদের যে, তাঁরা ভয় পাচ্ছেন, তাঁদের অভিনয় জীবন নষ্ট হয়ে যাবে! আর সেই ভয় কাটিয়ে উঠতে তাঁদের সাহায্য করছে ‘মমি মেকওভার’!
বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন প্লাস্টিক সার্জন বিক্রম সিংহ রাঠোর। তাঁর বক্তব্য, ‘‘বলিউডের নায়িকারা চান সব সময় তাঁদের চেহারায় একটা ধারালো ভাব থাকবে। তার জন্য যদি কয়েকটা অস্ত্রোপচার করাতে হয়, তবে তা নিয়ে বেশি ভাবেন না। বিশেষ করে মা হওয়ার পরে নায়িকারা চান, তাঁদের চেহারার আদল আবার মাতৃত্বের আগের অবস্থায় ফিরে যাক।’’

মা হওয়ার পরে চেহারা বদলেছিল দীপিকা পাড়ুকোনের।
সাম্প্রতিক অতীতে বলিউডের বহু নায়িকা মা হয়েছেন। যাঁদের মধ্যে অন্যতম, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্ট, রাধিকা আপ্তে, রিচা চড্ডারা। এঁদের প্রত্যেকেরই প্রসব পরবর্তী শারীরিক বদল এসেছে। কেউ কেউ দীর্ঘ সাধ্যসাধনার পরে ধীরে ধীরে আগের চেহারায় ফিরেছেন। কেউ এখনও সময় নিচ্ছেন। চিকিৎসক রাঠোর বলছেন, ‘‘সন্তান প্রসবের পরে মেয়েদের স্বাভাবিক নিয়মেই চেহারায় পরিবর্তন আসে, শরীর ভারী হয়, স্তনের গঠনে বদল আসে, স্ট্রেচমার্কও দেখা দেয় শরীরে। অভিনেত্রী বা যাঁরা ফ্যাশন দুনিয়ার সঙ্গে যুক্ত, তাঁরা এতে বিপন্ন বোধ করেন। ভাবতে শুরু করেন, তাঁরা আর কাজ পাবেন না। হতাশাতেও ভুগতে শুরু করেন অনেকে। তাঁদের সমস্যার সমাধান করে ‘মমি মেকওভার’।’’
অর্থাৎ সন্তান প্রসবের পরে শরীরের বহিরঙ্গে যে সব পরিবর্তন আসে, তাকে আবার মাতৃত্বের আগের পর্যায়ে ফিরিয়ে দেয় এই চিকিৎসা।

রাহার জন্মের পরে আলিয়ার চেহারায় বিশেষ পরিবর্তন দেখা যায়নি।
কিন্তু ‘মমি মেকওভার’ বিষয়টি আসলে কী?
‘মমি’ অর্থাৎ এ ক্ষেত্রে মা। আর রূপচর্চার জগতে ‘মেকওভার’ শব্দটির অর্থ চেহারার পরিবর্তন করে আরও সুন্দর করে তোলা। যেহেতু সন্তান প্রসবের পরে মায়েদের বদলে যাওয়া চেহারাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হচ্ছে, সম্ভবত সে জন্যই চিকিৎসা পদ্ধতিটির ওই নাম দেওয়া হয়েছে। তবে ‘মমি মেকওভার’ কসমেটিক চিকিৎসার কোনও নতুন ধরন নয়। বরং মায়েদের প্রয়োজন অনুসারে চেহারা বদলানোর একাধিক চিকিৎসা পদ্ধতির একটি সম্মিলিত প্যাকেজ।

রিচা চড্ডা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সম্প্রতি।
কী কী থাকে মমি মেকওভার প্যাকেজে?
পুরোটাই নির্ভর করে মা কী চাইছেন তার উপর। তবে সাধারণত কয়েকটি জিনিস থাকেই।
১। লাইপোসাকশন: শরীরের বিভিন্ন অংশের মেদ কমিয়ে চেহারায় নিখুঁত গড়ন আনা।
২। লেসার ট্রিটমেন্ট: যা স্ট্রেচমার্ক নির্মূল করতে সাহায্য করে।
৩। ব্রেস্ট আপলিফ্টমেন্ট সার্জারি কিংবা ব্রেস্ট রিডাকশন সার্জারি: স্তনের গঠনে বদল আনার জন্য
৪। টামি টাক সার্জারি: প্রসবের পরে পেট এবং তলপেটের অংশে চর্বি জমে। কিছুটা শিথিল হয়ে যায় পেশি। টামি টাক সার্জারিতে পেটের অংশে টানটান ভাব আসে।

মা হওয়ার পরের শারীরিক পরিবর্তন নিয়ে অসহায়তার কথা বলেছিলেন রাধিকা।
এতে কি সত্যিই কাজ হয়?
মমি মেকওভারের পরে একজন মাকে তাঁর গর্ভধারণের আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় বলে জানাচ্ছেন চিকিৎসক রাঠোর। তিনি তাঁর নিজস্ব অভিজ্ঞতা থেকে নাম না করে এক রোগীর গল্পও শুনিয়েছেন। তাঁর কথায়, ‘‘৩২ বছরের এক মা সন্তানের জন্ম দেওয়ার পরে এসেছিলেন আমার কাছে। তাঁর হতাশা এমন জায়গায় পৌঁছেছিল যে, বলেছিলেন, ‘আমার আর বাঁচতে ইচ্ছে করছে না’! চিকিৎসা শেষ হওয়ার দু’সপ্তাহ পরে সেই তিনিই ধন্যবাদ জানিয়ে ফুলের স্তবক পাঠিয়েছিলেন আমাকে।’’