Advertisement
E-Paper

সুগন্ধি, তবে স্প্রে বা রোল অন নয়! দেখতে অনেকটা সাবানের মতো! বাড়িতেও তা বানাতে পারেন

গাড়ির ঝাঁকুনিতে তা অনেক সময়েই বোতল থেকে বেরিয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারে। বিমানের হ্যান্ড লাগেজে স্প্রে বোতলে অ্যালকোহল দেওয়া সুগন্ধি নিয়ে যাওয়া নিষিদ্ধ। সে দিক থেকেও সলিড পারফিউম নিরাপদ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১২:০৪
Solid Perfume

সলিড পারফিউম কী ভাবে মাখতে হয়? ছবি: সংগৃহীত।

তরল নয়। শক্ত, চারকোনা অনেকটা সাবানের মতো দেখতে সুগন্ধি। নাম তার ‘সলিড পারফিউম’। ইন্টারনেট ঘাঁটলে দেখা যাবে, এই বস্তুটি একেবারেই নতুন নয়। প্রাচীন মিশরে, সিন্ধু সভ্যতায় এই ধরনের সুগন্ধি ব্যবহারের চল ছিল। সুগন্ধির বাজারে ইদানীং আবার এই জিনিসটির কদর বৃদ্ধি পেয়েছে। তার অন্যতম কারণ অবশ্যই ব্যবহারিক সুবিধা।

তরল সুগন্ধি স্প্রে বোতলে থাকে। গাড়ির ঝাঁকুনিতে তা অনেক সময়েই বোতল থেকে বেরিয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারে। বিমানের হ্যান্ড লাগেজে স্প্রে বোতলে অ্যালকোহল দেওয়া সুগন্ধি নিয়ে যাওয়া নিষিদ্ধ। সে দিক থেকেও সলিড পারফিউম নিরাপদ। চর্মরোগ চিকিৎসকেরা বলছেন, সলিড পারফিউম পরিবেশবান্ধব। এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি। এই ধরনের সুগন্ধিতে অ্যালকোহল থাকে না। তাই ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনাও ক্ষীণ।

তবে নেটপ্রভাবীদের মত অবশ্য ভিন্ন। সলিড পারফিউমের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার নেপথ্যে ‘কে-বিউটি’ বা কোরিয়ান প্রসাধনীর প্রভাব রয়েছে। বিগত এক বছরের পরিসংখ্যান বলছে, দক্ষিণ কোরিয়ার প্রসাধনীর জগতে সলিড পারফিউমের চাহিদা সবচেয়ে বেশি। আমেরিকার পাশাপাশি জাপানেও এই প্রসাধনীর বাজার পাল্লা দিয়ে বেড়েছে।

সলিড পারফিউম কি দীর্ঘস্থায়ী?

অন্যান্য সুগন্ধির চেয়ে এই সলিড পারফিউম বেশি টিকবে কি না, তা নির্ভর করছে তার উপাদানের উপর। এক একটি সংস্থার সলিড পারফিউমে ‘ফ্রেগ্র্যান্স’-এর মাত্রা এক এক রকম হয়। তাই কোনটির মেয়াদ কেমন, তা আগে থেকে বলা কঠিন।

এই ধরনের সুগন্ধি ব্যবহারে ত্বকের কোনও ক্ষতি হতে পারে?

১) বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েলের মিশ্রণে তৈরি হয় সলিড পারফিউম। এই অয়েলে নানা ধরনের উপাদান সক্রিয় অবস্থায় থাকে। যেখান থেকে ত্বকে অ্যালার্জি-জনিত সমস্যা দেখা দিতে পারে।

২) সলিড পারফিউমের অন্য আর একটি উপাদান হল ‘বি ওয়াক্স’ বা মোম। অনেকেরই মোমে অ্যালার্জি থাকে। তাই এই বিষয়েও সতর্ক থাকা উচিত।

৩) এই ধরনের সুগন্ধি সরাসরি ত্বকের উপর লাগাতে হয়। ফলে ত্বকের উন্মুক্ত ছিদ্রের মুখে মোমের আস্তরণ পড়ে তা বন্ধ হয়ে যেতে পারে। অনেকেরই সেখান থেকে র‌্যাশ, ব্রণের সমস্যা হয়।

বাড়িতে এই পারফিউম বানানোর পদ্ধতি কী?

উপকরণ:

২ টেবিল চামচ বিওয়্যাক্স

২ টেবিল চামচ ক্যারিয়ার অয়েল

১০-২০ ফোঁটা এসেনশিয়াল অয়েল

পদ্ধতি:

· প্রথমে ডবল বয়েলিং পদ্ধতিতে মোম গলিয়ে নিন।

· তার মধ্যে মিশিয়ে নিন নারকেল তেল। চাইলে কাঠবাদামের তেল বা হোহোবা অয়েলও ব্যবহার করা যায়।

· এই দু’টি উপাদান ভাল ভাবে মিশে গেলে তার পর এসেনশিয়াল অয়েল দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করতে থাকুন। কতটা তীব্র গন্ধ চান, তার উপর নির্ভর করবে এসেনশিয়াল অয়েলের পরিমাণ।

· মোম জমতে শুরু করার আগেই ছোট ছোট পাত্রে তা ঢেলে ফেলুন। আধ ঘণ্টা ওই ভাবে রেখে দিন। ব্যস, সলিড পারফিউম তৈরি।

কোথায় মাখবেন?

সলিড পারফিউম তরল সুগন্ধির মতো স্প্রে করা যায় না। রোল অনের মতো ত্বকের উপর ঘষাও যায় না। মোমের মতো অংশ আঙুলে করে খানিকটা তুলে নিয়ে দু’হাতের পাল্‌স পয়েন্টে মাখতে হয়। কানের দু’পাশেও মাখা যায়। দেহের নিজস্ব তাপে ধীরে ধীরে মোম গলতে থাকে, তাতেই সারা দিন ধরে সুগন্ধ ছড়ায়।

New Beauty Trend Perfume Perfume Oil Body Spray Body Odour
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy