সৌন্দর্য মানে কেবল ঝলমলে চুল আর মসৃণ ত্বক নয়। হাত বা পায়ের নখও সুন্দর হওয়া জরুরি। ত্বক এবং চুলের পরিচর্যার কিছু চেনা উপায় রয়েছে। তেল, ময়েশ্চারাইজ়ারের পাশাপশি নানা ধরনের হেয়ার মাস্ক বা ফেসপ্যাক ব্যবহার করেন সৌন্দর্য সচেতনেরা। কিন্তু নখের যত্ন নিতে কি শুধুই নখ পরিষ্কার করেন?
রূপচর্চা শিল্পীরা জানাচ্ছেন ত্বক এবং চুলের মতো, নখেরও মাস্ক হয়। যা নখকে প্রয়োজনীয় পুষ্টি জোগানোর পাশাপাশি নখকে মজবুত রাখে, চট করে ভেঙে যেতে দেয় না। নখের ঔজ্জ্বল্যও বজায় রাখতে সাহায্য করে।
বর্ষায় হাত এবং পায়ের নখ ভিজে থাকায় অনেক সময়েই নখ ভেঙে যায়। সপ্তাহে এক দিন বা মাসে বেশ কয়েক বার ঘরোয়া মাস্ক বানিয়ে নখের যত্ন নিলে সেই সমস্যা দূরে থাকবে, হাত এবং পায়ের নখও দেখাবে সুন্দর। তেমনই তিন মাস্কের সন্ধান রইল।
১। নারকেল তেল এবং লেবুর রস ২:১ অনুপাতে মিশিয়ে নিন। তার মধ্যে নখ ভিজিয়ে রাখুন মিনিট ১০-১৫। তার পরে ঘষে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। এই প্যাক নখকে প্রয়োজনীয় আর্দ্রতা জোগানোর পাশাপাশি পুষ্টিও দেবে। লেবুর রস নখকে উজ্জ্বল এবং মসৃণ রাখবে। তেল বানাবে মজবুত।
২। সমপরিমাণে দই এবং মধু ভাল ভাবে মিশিয়ে তা হাত এবং পায়ের নখ এবং তার দু’পাশে লাগিয়ে রাখুন ২০-২৫ মিনিট। ভাল ভাবে মাসাজ করুন। তার পরে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।
৩। একটি পাকা কলা মিক্সিতে বেটে নিয়ে তার সঙ্গে মেশান ২ টেবিল চামচ নারকেল তেল বা জলপাইয়ের তেল। নখে এবং নখের কিউটিকলসে লাগিয়ে রাখুন। ১০-১৫ মিনিট পরে ধুয়ে নিন। এটিও নখকে উজ্জ্বল দেখাতে সাহায্য করবে। নখকে প্রয়োজনীয় পুষ্টি জোগাবে।