Advertisement
১০ মে ২০২৪
Bengali New Year

বর্ষবরণ হবেই, লকডাউন না ভেঙেও জমা হচ্ছেন প্রবাসী বাঙালিরা

লকডাউনের মাঝে কী ভাবে হবে এই বর্ষবরণ? সোশ্যাল ডিসট্যান্সিং প্রোটোকল ভাঙা এখন অপরাধ। তা সত্ত্বেও রবিবার কয়েকশো লোকের জমায়েত?

সোশ্যাল ডিসট্যান্সিংয়ের মধ্যেও নববর্ষ পালনের তোড়জোড়।

সোশ্যাল ডিসট্যান্সিংয়ের মধ্যেও নববর্ষ পালনের তোড়জোড়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২০ ১৯:৩৫
Share: Save:

চুলোয় চৈত্র সেল। শিকেয় উঠেছে বর্ষবরণের যাবতীয় আয়োজনও। লকডাউনে প্রায় পুরোপুরি ঘরবন্দি কলকাতা। শুধু কলকাতাই বা কেন, বাঙালির আর এক রাজধানী ঢাকা ফি পয়লা বৈশাখে উদ্বেল হয় ছায়ানটের যে বর্ষবরণ উৎসবে, তা-ও এ বার হচ্ছে না। কিন্তু মেনল্যান্ড বাংলার বাইরে রয়েছেন যে বাঙালিরা, তাঁরা পিছু হঠছেন না। প্রবাসে বাঙালিয়ানা ঝালিয়ে নেওয়ার জন্য মোটে কয়েকটাই তো দিন গোটা বছরে। সুতরাং লকডাউন না ভেঙেও কয়েকশো বাঙালির জমজমাট আসর বসছে হায়দরাবাদে। গান, নাচ, আবৃত্তি, শ্রুতিনাটক, গীতি আলেখ্য— বাদ যাচ্ছে না কিছুই।

ইংরেজি ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী ১৫ এপ্রিল পড়ছে বাংলা নববর্ষের প্রথম দিন। কিন্তু ‘বেঙ্গলিজ ইন হায়দরাবাদ’ নিজেদের বর্ষবরণের আসর পয়লা বৈশাখ তারিখে অর্থাৎ ১৫ বসাচ্ছে না। ওটা সপ্তাহের মাঝের একটা দিন, কাজের দিন, অনেকের সমস্যা থাকতে পারে। তাই তার তিন দিন আগে অর্থাৎ ১২ এপ্রিল, রবিবার বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়েছে হায়দরাবাদে।

লকডাউনের মাঝে কী ভাবে হবে এই বর্ষবরণ? সোশ্যাল ডিসট্যান্সিং প্রোটোকল ভাঙা এখন অপরাধ। তা সত্ত্বেও রবিবার কয়েকশো লোকের জমায়েত? আয়োজকরা বলছেন— হ্যাঁ, জমায়েত হবে, কিন্তু সোশ্যাল ডিস্ট্যান্স-ও বহাল থাকবে।

কয়েকশো বাঙালির জমজমাট আসর বসছে হায়দরাবাদে।

আরও পড়ুন: কাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর, পরশুই লকডাউন বাড়ানোর ঘোষণা মোদীর?​

আসলে হায়দরাবাদ প্রবাসী বাঙালিদের বর্ষবরণের জমায়েত এ বার অন্যান্য বছরের মতো কোনও হল বা কোনও ব্যাঙ্কোয়েট ভাড়া করে হচ্ছে না। যে যাঁর নিজের বাড়িতেই থাকবেন। কিন্তু রবিবার সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে সাড়ে আটটা পর্যন্ত তাঁরা থাকবেন ডেস্কটপ বা ল্যাপটপের ক্যামেরার সামনে। ‘জুম’ অ্যাপের মাধ্যমে ভিডিয়ো কনফারেন্সে পরস্পরের মুখোমুখি হবেন তাঁরা। যাঁদের যেমন ইচ্ছা, তেমনই পারফর্ম করবেন। বাংলা নববর্ষের আগে ঘণ্টা দুয়েকের জন্য ডুব দেবেন খাঁটি বাঙালিয়ানায়।

যে সংগঠন বর্ষবরণের এই ভার্চুয়াল জমায়েতের আয়োজক, সেই ‘বেঙ্গলিজ ইন হায়দরাবাদ’-এর তরফে মঞ্জুল সাহা বললেন, ‘‘আমরা একটা ফেসবুক পেজও খুলে দিয়েছি এই অনুষ্ঠানটার জন্য। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করাতে হবে। তবে অন্যান্য বছর যত জনকে নিয়ে জমায়েত সম্ভব হয়, এ বার ততটা হয়তো সম্ভব হবে না। কারণ এ বার তো অনুষ্ঠানটা ভিডিয়ো কনফারেন্সে হবে। তাই অংশগ্রহণের সুযোগ কিছুটা সীমিত।’’

আরও পড়ুন: এক লাফে ৮৯৬ বেড়ে দেশে করোনা আক্রান্ত ৬৭৬১, মৃত্যু ২০০ ছাড়াল​

৭৫ থেকে ৮০টি পরিবার জুমের মাধ্যমে বর্ষবরণের এই ভার্চুয়াল জমায়েতে যোগ দিতে চলেছে। কারা পারফর্ম করতে চান, তা-ও আগে থেকেই জানিয়ে দিতে বলা হচ্ছে। সেই অনুযায়ীই অনুষ্ঠান সাজাচ্ছেন উদ্যোক্তারা। কে কতক্ষণ সময় পাবেন, কার পরে কার পারফরম্যান্স শুরু হবে, ছকে ফেলছেন সে পরিকল্পনা। লকডাউন এবং পরবর্তী পরিস্থিতির কল্পনায় যখন বিষাদের ছায়া নানা মহলে, তখন বর্ষবরণের এই ভার্চুয়াল জমায়েত ঘিরে মনোবলও বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন প্রবাসে থাকা বাঙালিরা।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Bengali New Year COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE