Advertisement
২০ এপ্রিল ২০২৪
Kareena Kapoor Khan

Celebrity Mothers: ৩৫ পেরিয়ে মা হয়েছেন যে সব বলি তারকা

এখন বহু মহিলাই নিজেদের সংসার শুরু করছেন বেশ দেরিতে। কাজের জায়গার চাপ সামলে সন্তানের সিদ্ধান্ত নিতেও সময় নিচ্ছেন।

জানেন কি এ সময়ের বহু বলি তারকা মা হয়েছেন তিরিশের শেষের দিকেই?

জানেন কি এ সময়ের বহু বলি তারকা মা হয়েছেন তিরিশের শেষের দিকেই?

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ মার্চ ২০২২ ১৮:৫৩
Share: Save:

তিরিশের শেষের দিকে মা হওয়া কঠিন। এ কথা অনেকেই জানেন। তা নিয়ে চিন্তাতেও থাকেন। বিশেষ করে বয়স পঁয়ত্রিশ পেরিয়ে যাওয়ার পর প্রথম সন্তান ধারণ করা নিয়ে রীতিমতো ভাবনাচিন্তা করতে হয়। কিন্তু জানেন কি এ সময়ের বহু বলি তারকা মা হয়েছেন তিরিশের শেষের দিকেই? তাঁদের সুন্দর জীবন দেখেই বোঝা যাবে, বেশি বয়সে মা হওয়া কঠিক হলেও অসম্ভব নয়। দিব্যি সুস্থ সন্তানের জন্ম দিয়ে সুখে জীবন কাটানো যায় সামান্য ইচ্ছা থাকলেই।

এখন বহু মহিলাই নিজেদের সংসার শুরু করছেন বেশ দেরিতে। কাজের জায়গার চাপ সামলে সন্তানের সিদ্ধান্ত নিতেও সময় নিচ্ছেন। যেমন করেছেন বলিউডের বিখ্যাত নায়িকারা।

কোন কোন বলি নায়িকা বেশি বয়সে মা হয়েছেন?

১) করিনা কপূর: সইফ আলি খান ও করিনার প্রথম সন্তান তৈমুরের জন্ম হয় যখন তার মায়ের বয়স ৩৬ পেরিয়ে গিয়েছে। করিনা দ্বিতীয় সন্তানের জন্ম দেন ৪০ বছর বয়সে।


বলিউডের এই অভিনেত্রী দুই সন্তানের মা।

বলিউডের এই অভিনেত্রী দুই সন্তানের মা।

২) শিল্পা শেট্টি: ২০১২ সালে জন্ম হয় শিল্পার ছেলে ভিয়ানের। তখন অভিনেত্রীর বয়স ছিল ৩৭।

৩) মাধুরী দিক্ষিত: বলিউডের এই বিখ্যাত সুন্দরী দুই সন্তানের মা। মাধুরীর প্রথম সন্তানের জন্ম হয় যখন তিনি ৩৭ পেরিয়েছেন। নায়িকার ছোট ছেলে জন্মায় তাঁর ৩৯ বছরে।

আরাধ্যার সঙ্গে ঐশ্বর্যা।

আরাধ্যার সঙ্গে ঐশ্বর্যা।

৪) ঐশ্বর্যা রাই: অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের ৪ বছর পর মা হন ঐশ্বর্যা। ২০১১ সালে যখন আরাধ্যার জন্ম হয়, তখন তার মায়ের বয়স ৩৭।

মেয়ে আদিরার সঙ্গে রানি মুখোপাধ্যায়।

মেয়ে আদিরার সঙ্গে রানি মুখোপাধ্যায়। ফাইল চিত্র।

৫) রানি মুখোপাধ্যায়: ২০১৪ সালে আদিত্য চোপড়ার সঙ্গে সংসার পাতেন রানি। ২০১৫ জন্ম হয় তাঁদের কন্যার। সে সময়ে অভিনেত্রীর বয়স ছিল ৩৭।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE