Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Viral News

মর্গের মধ্যেই বেঁচে উঠলেন ‘মৃত’ বৃদ্ধা, আবার পাঠানো হল হাসপাতালে, শেষমেশ বাঁচানো গেল কি?

মর্গে এসে ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছে দাহকর্মীদের। ‘মৃতদেহ’ শ্বাস নিচ্ছে ধীরে ধীরে। প্রথমে ভয় পেলেও খানিক ক্ষণ পর তাঁরা বুঝতে পারেন, মহিলা আদৌ মৃত নন।

Brazil morgue worker finds woman alive inside body bag after hospital pronounced her dead.

জীবন্ত ‘মৃতদেহ’। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩ ১৩:৩১
Share: Save:

মৃতদেহে ফিরল প্রাণ। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যিই ঘটেছে ব্রাজ়িলে। হাসপাতালের চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে দিয়েছিল ৯০ বছর বয়সি নরমা সিলভেরিয়া ডা সিলভাকে। হাসপাতালের মর্গে রেখে দেওয়া হয়েছিল তাঁর দেহ। দাহকর্মীরা মৃতদেহ নিতে উপস্থিত হন মর্গে।

মর্গে এসে ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ দাহকর্মীদের। ‘মৃতদেহ’ শ্বাস নিচ্ছে ধীরে ধীরে। প্রথমে ভয় পেলেও খানিক ক্ষণ পর তাঁরা বুঝতে পারেন, নরমা আদৌ মৃত নন। সঙ্গে সঙ্গে আবার নরমাকে হাতপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার রাতে তাঁকে আবার হাসপাতালে ভর্তি করানো হয়। তবে সোমবার সকালে চিকিৎসকেরা জানান, এ বার সত্যিই মৃত্যু হয়েছে নরমার।

মহিলার মৃত্যুর প্রথম শংসাপত্র অনুযায়ী, শনিবার রাত ১১ টা ৪০ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর। মূত্রনালির সংক্রমণ থেকেই নাকি তাঁর মৃত্যু হয়েছে। মহিলার মৃত্যু ঘোষণার পর তাঁর পরিবারকে কোনও খবরই দেননি হাসপাতাল কর্তৃপক্ষ। সরাসরি নরমার দেহ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়।

রাত দেড়টা নাগাদ দাহকর্মীরা নরমার দেহ সংগ্রহ করতে মর্গে আসেন। সেখানে তাঁরা লক্ষ করেন, নরমার দেহ তখনও গরম, হৃদ্‌স্পন্দন তখনও চলছে। তাঁরা নরমাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। সোমবার মৃত্যু হয়েছে নরমার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Viral News Death Brazil
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE