Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Wedding

Wedding Reception: বিয়েবাড়ি গেলে দিতে হবে খাবারের দাম! আমন্ত্রণপত্রে নিজেই লিখে দিলেন কনে

বিয়েবাড়ি যেতে হলে দিতে হবে ৭৩০০ টাকা। এক কনের এই বার্তা ভাইরা হল নেটজগতে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ১৮:২০
Share: Save:

বিয়েবাড়ি এলে দিতে হবে ৭৩০০ টাকা! আমন্ত্রণপত্রে এমনই জানিয়ে দিলেন কনে। এই কথা শুনে অবাক নিমন্ত্রিতেরা। নেটমাধ্যমে এই কনের গল্প ভাগ করে নিয়েছেন সেই বিয়েতে আমন্ত্রিত এক ব্যক্তিই।

তবে এটা নতুন ঘটনা নয়।

অন্তত ৭০ বছর আগে ম্যাগসেসেজয়ী লেখক-সাংবাদিক গৌরকিশোর ঘোষ তাঁর বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠানে আমন্ত্রিতদের পাঁচ টাকার টিকিট কেটে ঢোকার কথা নিমন্ত্রণপত্রে উল্লেখ করেছিলেন। গৌরবাবুর বাবাকেও টিকিট কেটে ঢুকতে হয়েছিল!

গৌরবাবু কেন এমন করেছিলেন, সে কথা জানার সুযোগ এখন হয়তো নেই। কিন্তু এই কনে কেন এমন ঘটনা ঘটালেন? বিয়ের অঢেল খরচ। বরের পোশাক, নিজের সাজ, গাড়ির খরচ, বিয়ের জায়গা— সবেতে অনেক অর্থ ব্যয় হয়। তার উপর আবার খাওয়াদাওয়া। এত খরচ বহন করতে অপারগ তিনি। সে কারণেই বিয়ের খাওয়া-দাওয়ার জন্য অতিথিদের কাছ থেকে মাথাপিছু ৯৯ ডলার করে চেয়েছেন। ভারতীয় টাকায় যার মূল্য দাঁড়ায় ৭৩০০।

কিছু ক্ষণেই এই পোস্ট ভাইরাল হয়ে যায়। নানা জায়গায় ছড়িয়ে পড়ে বিয়েতে আমন্ত্রিতের বলা সেই গল্প। অনেকেই এই কনের কথা জেনে তাঁর বেছে নেওয়া পথের সমর্থনে কথা বলেছেন। সেই পোস্টের মন্তব্য বাক্সে লিখেছেন, তরুণী পরিজনেদের থেকে সাহায্য চেয়ে কোনও ভুল করেননি। কেউ কেউ অবশ্য এই পোস্টের নিন্দাও করেছেন। বলেছেন, এমন পোস্ট দেখে অপমানিত বোধ করছেন তাঁরা।

আর কয়েক জন নেটিজেন নিছক অবাক হলেন। বললেন, আমন্ত্রণ যে এমনও হতে পারে, তা এই প্রথম শুনলেন!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wedding Invitation Viral Bride
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE