বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে
থ্যালাসেমিয়া ঠেকাতে বিয়ের আগে রক্ত পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে নানা প্রচার হয়। তা সত্ত্বেও এ নিয়ে এখনও তেমন সচেতনতা তৈরি হয়নি। সে কথা মাথায় রেখেই শুক্রবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে পুরোহিত, মৌলবী, পাদ্রী, ম্যারেজ রেজিস্ট্রারদের নিয়ে এক পদযাত্রা ও আলোচনাসভার আয়োজন করেছিল কলকাতা মেডিক্যাল কলেজের ইনস্টিটিউট অব হেমাটোলজি অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ। এ ছাড়াও শহর জুড়ে এই উপলক্ষে বিভিন্ন কমর্সূচি পালিত হয় এ দিন। দক্ষিণ কলকাতায় তেমনই একটি পদযাত্রার ছবি তুলেছেন সুদীপ্ত ভৌমিক।
প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা ঘাটালে
প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো ঘাটাল শহরে। বৃহস্পতিবার রাতে মৃতদেহ নিয়ে পথ অবরোধ হয় ঘাটাল-পাঁশকুড়া সড়কে। তবে পুলিশি তৎপরতায় নার্সিংহোম ভাঙচুর করতে পারেনি উত্তেজিতরা। মঙ্গলবার ঘাটালের মহারাজপুর সিংহচক গ্রামের বাসিন্দা মীনা সামন্তকে (২৬) কুশপাতায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। রাতেই পুত্র সন্তানের জন্ম দেন মীনাদেবী। পরে অসুস্থ হয়ে পড়েন তিনি। নার্সিংহোমের মালিক বুবাই প্যারিয়াল বলেন, “বিশেষজ্ঞ চিকিৎসকদের ডাকা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করা হয়। সেখানে চিকিৎসা শুরুর পরই মারা যান ওই প্রসূতি। নার্সিংহোমের গাফিলতি নেই।”
অনুষ্ঠান
৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে এগরায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এগরায়।