বলিউডের নামজাদা অ্যাকশন হিরো তিনি। গতে বাঁধা জিমেই শুধু সীমাবদ্ধ নয় তাঁর শরীরচর্চা। প্রাচীন মার্শাল আর্টের উপরেও ভরসা রাখেন বিদ্যুৎ জামওয়াল। নিজের শরীরকে সক্রিয় ও চাঙ্গা রাখতে হরেক রকমের ট্রেনিংয়ে নিজেকে ব্যস্ত রাখেন বিদ্যুৎ। কখনও বরফজলে গা ডোবান, কখনও গলা অবধি কাদায় নেমে স্নান করেন। এ বার বিদ্যুৎকে দেখা গেল গাছে গাছে লাফিয়ে বেড়াতে। তাও আবার নগ্ন অবস্থায়! সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন। তা দেখে অনুরাগীরা অভিনেতার মানসিক স্থিতাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এর জবাবও দিয়েছেন বিদুৎ।
আরও পড়ুন:
প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে শহরের বিলাসবহুল জীবন ছেড়ে নাকি নিজের 'আত্মার খোঁজে' বেরোন অভিনেতা। প্রকৃতির বুকেই নিজেকে গড়েপিটে নিতে চান তিনি। বিদুৎ লেখেন, ‘‘একজন কালারিপায়াত্তুর ছাত্র হিসেবে বছরের একটা সময় প্রকৃতির মধ্যে নিজেকে মেলে ধরি। একে ‘সহজা’ বলে। ‘সহজা’ মানে প্রাকৃতিক স্বাচ্ছন্দ্য এবং সহজাত প্রবৃত্তির অবস্থায় ফিরে আসা, প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ এবং অভ্যন্তরীণ সচেতনতা মধ্যে জীবন যাপন করা।’’
জম্মুতে সেনা আধিকারিকের পরিবারে জন্ম হলেও বাবার চাকরির কারণে সারা দেশে ঘুরে বেড়িয়েছেন বিদ্যুৎ। কেরলে নিজের মায়ের আশ্রমে তিন বছর বয়স থেকে কালারিপায়াত্তু শিখেছেন। সেই মার্শাল আর্টেও সমান দক্ষ ‘কমান্ডো’ খ্যাত এই অভিনেতা।