Advertisement
১৯ এপ্রিল ২০২৪
cancer

Cancer: অল্প বয়সে অন্ত্রের ক্যানসারের আশঙ্কা বাড়ছে, কোন পানীয়কে দায়ী করা হচ্ছে এ জন্য?

অন্ত্রের ক্যানসার বেশির ভাগ ক্ষেত্রেই ৬০ বা তার বেশি বয়সের মানুষের ক্ষেত্রেই দেখা যায় বলে এতদিন মনে করা হত। কিন্তু সাম্প্রতিক এই সমীক্ষা ভিন্ন পরিসংখ্যান দিচ্ছে।

অন্ত্রের ক্যানসার বাড়ছে কোন পানীয়ের কারণে?

অন্ত্রের ক্যানসার বাড়ছে কোন পানীয়ের কারণে? ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২১ ১৭:৪৩
Share: Save:

অল্পবয়সিদের মধ্যে অন্ত্রের ক্যানসারের আশঙ্কা বাড়ছে। এমনই বলছে হালের সমীক্ষা। আর তার পিছনে কারণ হিসেবে দায়ী করা হচ্ছে বিশেষ এক ধরনের পানীয়কে।

সম্প্রতি মার্কিন নাগরিকদের নিয়ে একটি সমীক্ষা চালানো হয়েছে সে দেশের স্বাস্থ্য দফতরের তরফে। দেখা গিয়েছে, ৫০ বছরের নীচে যাঁদের বয়স, তাঁদের মধ্যে অন্ত্রের ক্যানসারের আশঙ্কা ক্রমশ বাড়ছে।

অন্ত্রের ক্যানসার বেশির ভাগ ক্ষেত্রেই ৬০ বা তার বেশি বয়সের মানুষের ক্ষেত্রেই দেখা যায় বলে এতদিন মনে করা হত। কিন্তু সাম্প্রতিক এই সমীক্ষা ভিন্ন পরিসংখ্যান দিচ্ছে।

কিন্তু বিনা কারণে এই আশঙ্কা বৃদ্ধি নয়। এর পিছনে রয়েছে অতি পরিচিত কিছু পানীয়ের প্রভাব। তেমনই বলা হয়েছে সমীক্ষায়।

দেখা গিয়েছে, যাঁরা অতিরিক্ত চিনি দেওয়া পানীয় পান করেন, তাঁরাই আক্রান্ত হচ্ছেন এই ক্যানসারে। এই পানীয়ের তালিকায় যেমন রয়েছে ঠান্ডা পানীয়, তেমনই অতিরিক্ত চিনিওয়ালা ঠান্ডা চা এবং প্যাকেটবন্দি ফলের রস।

বাড়ছে অন্ত্রের ক্যানসারের সংখ্যা।

বাড়ছে অন্ত্রের ক্যানসারের সংখ্যা।

দেখা গিয়েছে বয়ঃসন্ধিকালে যাঁরা এই জাতীয় পানীয় বেশি মাত্রায় পান করেন, তাঁদের ক্ষেত্রে ৩২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে অন্ত্রের ক্যানসারের আশঙ্কা। আর যাঁরা ৩০-এ পৌঁছনোর আগেই এই জাতীয় পানীয় পান করা বন্ধ করে দেন, তাঁদের ক্ষেত্রে ১৭ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে এই ক্যানসারের আশঙ্কা।

অবিলম্বে এই জাতীয় পানীয় থেকে অল্পবয়সিদের দূরে রাখতে না পারলে এই ক্যানসার ভয়ঙ্কর আকার নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে সমীক্ষার রিপোর্টে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cancer Colon Cancer cold drink Sugar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE