Advertisement
E-Paper

অচেনা ছবি চিনিয়ে দেবে, চাইলে ভয়েস নোট লিখেও দেবে, হোয়াট্‌সঅ্যাপে সব সম্ভব! কী ভাবে?

আপনি যদি ভয়েস নোট পাঠিয়ে কিছু প্রশ্ন করেন অথবা আপনার বার্তা কথায় লিখে দিতে বলেন, তা-ও ঝটপট হয়ে যাবে। অচেনা ছবির ঠিকুজি-কুষ্ঠীও বলে দেবে। কী চমক আনছে হোয়াট্‌সঅ্যাপ?

ChatGpt now can analyse images and process voice notes on Whatsapp

নতুন বছরে চমক দিচ্ছে হোয়াট্‌সঅ্যাপ, মুশকিল আসান হয়ে যাবে গ্রাহকদের। ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৫
Share
Save

হোয়াট্‌সঅ্যাপ মেসেজে এমন কোনও ছবি এসেছে যা চিনতে পারছেন না? চিন্তা নেই, ছবিটি চিনে তার ঠিকুজি-কুষ্ঠী আপনাকে বলে দেবে চ্যাটজিপিটি। কেবল তাই নয়, আপনি যদি ভয়েস নোট পাঠিয়ে কিছু প্রশ্ন করেন অথবা আপনার বার্তা কথায় লিখে দিতে বলেন, তা-ও ঝটপটই করে দেবে চ্যাটবট। নতুন বছরে নতুন চমক এনেছে হোয়াট্‌সঅ্যাপ।

কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে বিপ্লব ঘটিয়ে ফেলা চ্যাটজিপিটি এখন বহাল তবিয়তে আছে হোয়াট্‌সঅ্যাপে। মেটার নিজস্ব এআই চ্যাটবট হোয়াট্‌সঅ্যাপে ছিলই। কিন্তু গত বছর থেকে ওপেনএআই-এর চ্যাটজিপিটিকে হোয়াট্‌সঅ্যাপের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এই সংযোগ গড়ে ওঠার পর থেকেই হোয়াট্‌সঅ্যাপে নিত্যনতুন ফিচার এসেই যাচ্ছে। গত বছরই জানা গিয়েছিল, চ্যাটবটকে ফোন করে কথা বলা যাবে, মেসেজও পাঠানো যাবে। আর এ বছর আরও দু’টি নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াট্‌সঅ্যাপ।

দেখো তো চিনতে পারো কি না?

ছবি চেনার ব্যাপারটা একেবারেই নতুন। হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে বা ব্যক্তিগত চ্যাটেও এমন অনেক ছবি আসে, যা চেনা যায় না। ধরুন, খুব ভাল একটি প্রাকৃতিক দৃশ্য পাঠালেন কেউ, আর আপনি হাতড়াচ্ছেন সেটি কোন জায়গা, গুগ্‌লে বর্ণনা দিয়েও পাচ্ছেন না, তখন কাজে আসবে হোয়াট্‌সঅ্যাপেরই চ্যাটজিপিটি। তাকে ছবিটি পাঠিয়ে চিনিয়ে দিতে বললেই, একেবারে নাম-ঠিকানা সহ তার বিস্তারিত বিবরণ দিয়ে দেবে। কোনও ছবি আসল না ভুয়ো, তা-ও কিন্তু বলে দেবে চ্যাটজিপিটি। মজা এখানেই। অচেনা মানুষজনকেও কি চিনতে পারবে চ্যাটবট? ওপেনএআই কিন্তু এ ব্যাপারেও আশাবাদী।

ভয়েস নোট

লেখার সময় নেই। ভয়েস নোট পাঠিয়ে প্রশ্ন করলেই উত্তর দিয়ে দেবে চ্যাটবট। চ্যাটে আসা কোনও বার্তা বুঝতে সমস্যা হচ্ছে, ভাষা বুঝতে পারছেন না, ভয়েস নোট পাঠিয়ে দিন। সরল ভাবে আপনাকে বুঝিয়ে দেবে বা চাইলে কথায় লিখেও দেবে চ্যাটজিপিটি।

সুবিধা পাবেন কী ভাবে?

হোয়াট্‌সঅ্যাপ জানিয়েছে, ১-১৮০০-২৪২-৮৪৭৮ এই নম্বর ব্যবহার করে চ্যাটজিপিটি চালু করা যাবে। প্রথমে নম্বরটি ফোনে সেভ করতে হবে। হোয়াট্‌সঅ্যাপে বাকি নম্বরগুলির মতো সেই নম্বরটিকে খুললে একটি চেক-বক্স আসবে। সেখানে ক্লিক করলেই চ্যাটজিপিটি অন হবে। এর পর সেই নম্বরে গিয়ে ছবি পাঠানো অথবা ভয়েস নোট পাঠানো যাবে। ওই নম্বরটিতে চ্যাটও করতে পারবেন চ্যাটবটের সঙ্গে। যে কোনও প্রশ্ন করলেই উত্তর আসবে। হোয়াট্‌সঅ্যাপ এক বার আপডেট করে নিলে বিশ্বের যে কোনও জায়গা থেকেই এই সুবিধা পাওয়া যাবে। আর এর জন্য গাঁটের কড়ি খসিয়ে সাবস্ক্রিপশনও করতে হবে না। হোয়াট্‌সঅ্যাপ গ্রাহকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা আনা হয়েছে।

WhatsApp WhatsApp Chat ChatGPT Latest Version of ChatGPT AI Chatbots ChatBot

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}