সাধ করে খুদেকে একটা টেডি বিয়ার কিনে দিয়েছিলেন। রং একেবারে সাদা। গা থেকে ঝুলছে লম্বা লম্বা নরম পশম। হাত দিলে গোটা তালুটা যেন তার মধ্যে ডুবে যায়! সাদা রং বলে আরও সুন্দর দেখতে লাগে।
কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই সে মিষ্টি খেলনাটির দিকে আর তাকানো যায় না! এ কী হাল! কোথায় সেই সাদা রং! পুরোটা কালচে ধুলোয় ভর্তি। আগের মতোই নরম আছে টেডি-টি। কিন্তু সেই রং উধাও। ফলে আপনার তো বটেই, খুদেরও আর আগের মতো খেলনাটি নিয়ে সময় কাটাতে ইচ্ছে করে না।
কিন্তু এমন পশমের খেলনা পরিষ্কার করার উপায় কী? সাবান জল দিয়ে পরিষ্কার করবেন? তা হলে তো পশম চুপসে গিয়ে যাচ্ছেতাই কাণ্ড হতে পারে! তা হলে উপায়?
ঘাবড়াবেন না। এর সহজ সমাধান আছে রান্নাঘরেই। বিশেষ করে সাদা বা হাল্কা রঙের পশমের খেলনা পরিষ্কার করতে পারেন আটা দিয়ে। ঠিকই পড়েছেন। রুটি বানানোর আটা। যদি সাদা বা হালকা রঙের পশমের খেলনার উপর ধুলো জমে, তা হলে সহজেই সাফ করতে পারেন আটা দিয়ে।