কোভিডের পর হৃদরোগের আশঙ্কা এড়াতে অনেককেই ‘ব্লাড থিনার’ জাতীয় ওষুধ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। রক্ত জমাট বাঁধা প্রতিহত করে এই জাতীয় ওষুধ। কিন্তু জানেন কি এমন কিছু খাবার আছে, যেগুলি ঠিক এর উল্টোটা করে? তাই ‘ব্লাড থিনার’ জাতীয় ওষুধ খেলে এই ধরনের খাবার এড়িয়ে চলাই ভাল। বা খাওয়া যাবে কি না, তা চিকিৎসকের থেকে জেনে নেওয়া উচিত।
কোভিড সংক্রমণে কেন রক্ত জমাট বাঁধে? এ বিষয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘এই ভাইরাসের সংক্রমণে শরীরে কিছু এনজাইমের ক্ষরণ বেড়ে যায়। সেগুলি রক্ত জালিকার মধ্যে ঢুকে রক্ত জমাট বাঁধিয়ে দেয়। পরে তা হৃদরোগের আশঙ্কাও ডেকে আনতে পারে।’’ এই কারণেই ডি-ডাইমার পরীক্ষা করে চিকিৎসকেরা রক্ত পাতলা করার ওষুধ বা ‘ব্লাড থিনার’ খেতে দেন।
কিন্তু কিছু খাবার এই ওষুধের প্রক্রিয়াকে মন্থর করে। দেখে নেওয়া যাক, সেগুলি কী কী।