প্রেমের প্রকাশ কখন কোথায় হবে, কেউ বলতে পারে না। তাই বলে পাহাড়ের খাদে জীবন বাজি রেখে যৌন মিলন? এমনই কাণ্ড ঘটালেন ব্রিটেনের দুই ব্যক্তি।
ব্রিটেনের কর্ণওয়ালের ফলমাউথ অঞ্চলে রয়েছে সোয়ানপুল নামক সমুদ্রসৈকত। এই সৈকতে শুধু বালুচর নয়, রয়েছে পাহাড়ও। সেই পাহাড় কোথাও কোথাও সরাসরি এসে নামছে সমুদ্রে। তেমনই একটি পাহাড়ের খাদে সঙ্গমরত অবস্থায় ক্যামরাবন্দি হলেন যুগল। প্রায় ৩০ মিনিট ধরে এই কাণ্ড চলতে থাকে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।