অর্পন আর শ্রীতমার বিয়ে হয়েছে মাস ছয়েক। এর মধ্যেই সম্পর্কে শুরু হয়েছে টানাপড়েন। অর্পনের বিশেষ একটি স্বভাব কিছুতেই মেনে নিতে পারে না শ্রীতমা। তা হল, অন্যের সামনে অহেতুক শ্রীতমাকে ছোট করার প্রবণতা। এটা নিয়ে বহু বার দু’জনের মধ্যে কথা হলেও পরিস্থিতির বদল হয়নি। সম্পর্কটা আরও খারাপ হয়েছে।
অর্পনদের সমস্যাটা একটা উদাহরণ মাত্র। কিন্তু এমনটা ঘটে প্রায়শই। নিজের স্ত্রী সম্পর্কে বাইরের লোকের সামনে মাঝে মধ্যেই আমরা বলে ফেলি এমন কিছু কথা, যা কখনওই কারও সঙ্গে শেয়ার করা উচিত না। দেখুন তো তেমন কোনও বিষয় আপনি আলোচনা করেন না তো...
আরও পড়ুন: মেয়েদের চোখে আকর্ষণীয় পুরুষ হতে চাইলে কী করবেন?