Advertisement
E-Paper

এই বছরের পুজো কাটান আজিও-র সঙ্গে

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হতে চলেছে বাঙালির মহোৎসব দূর্গা পুজো। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কেনা-কাটির পর্বও।

বিজ্ঞাপন প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৪:২৭

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হতে চলেছে বাঙালির মহোৎসব দূর্গা পুজো। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কেনা-কাটির পর্বও। হাতিবাগান, গড়িয়াহাটের বাজার এলাকা থেকে ঝাঁ-চকচকে শপিং মলে ভীড় জমাচ্ছেন টিন-এজার থেকে বাড়ির বড়, সব্বাই। শুধুই কী তাই? ব্যস্ত দিনপঞ্জিকা থেকে সময় বের করতে না পেরে অনেকেই আবার বাজার ছেড়ে উঁকি দিচ্ছেন হাল ফ্যাশনের ই-কমার্সগুলিতে। সবার মাথায় এখন একটাই চিন্তা- এই পুজোয় কী পরব?

এই পুজোর কথা মাথায় রেখেই আজিও.কম এবার নিয়ে এল তাদের বিশেষ পুজো কালেকশন। ষষ্ঠীর চুড়িদার থেকে অষ্টমীর শাড়ি, সবই রয়েছে এখানে।

পুজোর বাজার কাঁপিয়ে দিন এই কুর্তায়

সাধারণ কুর্তা পুরনো হয়ে গিয়েছে। তবে আজিও-এর এই কালিদার কুর্তা কিন্তু হাল ফ্যাশনের। লম্বা ঝুল, স্লিভলেস, গলায় এম্ব্রোইডারির নিখুঁত কাজ। সঙ্গে রয়েছে, গোল্ড প্লেটেড ব্রাস কানের দুল, হাতে সোনালি জরির কাজ করা কালো ব্যাগ আর পায়ে ওপেন টো স্ট্র্যাপি স্টিলেটো। পুজোয় যে কোনও দিন এই ড্রেসটি কিন্তু আপনাকে আলাদা ভাবে চিনিয়ে দেবে।

কিনুন কালিদার কুর্তা, গোল্ড প্লেটেড ব্রাস কানের দুল, কালো ব্যাগ আর স্টিলেটো জুতো

সুতির শাড়ি, সঙ্গে প্রিন্টেড ব্লাউজ, দারুন মানাবে এই পুজোতে

শুধু অষ্টমী বা দশমী নয়, পুজোর যে কোনও দিনে এই শাড়ি এবং প্রিন্টেড ব্লাউজের কম্বিনেশন আপনাকে প্যান্ডেলের মধ্যমনি করে তুলতেই পারে। সঙ্গে অবশ্য কানের দুলটা ভুললে চলবে না কিন্তু। এর সঙ্গে দারুন মানাবে আজিও-এর ইমলি স্ট্রিট কুন্দন ছন্দবালি কানের দুল।

কিনুন কটন শাড়ী, কলমকারি প্রিন্টেড ব্লাউজ, এবং ছন্দবালি কানের দুল

আজিও-র চুড়িদারও চুরি করতে পারে হৃদয়

ঠিক চুড়িদার নয়, বরং লং কুর্তা বলাটাই ভাল। আজিও-র একদম নতুন কালেকশন এই চান্দেরি স্ট্রাইপড স্ট্রেইট কুর্তা। অনেকটা চুড়িদারের মতো। সঙ্গে সিল্কের স্টোল। পায়ে অ্যাঙ্কেল স্ট্র্যাপ ব্লক হিলস আর কানে ঝুমকো কানের দুল। পুজোর ময়দানে এই সাজ আপনার মনের মানুষের হৃদয় জয় করার জন্য যথেষ্ট।

কিনুন এই কুর্তা, সিল্কের স্টোল, অ্যাঙ্কেল স্ট্র্যাপ ব্লক হিলস জুতো এবং ঝুমকো কানের দুল

অষ্টমীর সকালে পুষ্পাঞ্জলিটা হোক এই শাড়িতেই

অষ্টমীর সকাল মানেই সেজেগুজে মায়ের পায়ে পুষ্পাঞ্জলী অর্পণ। এই দিনে ট্র্যাডিশনাল লুকটা যেন আবশ্যিক। এই দিনে কলমকারি প্রিন্ট কটন শাড়ির সঙ্গে সাউথ কটন কলার্ড ব্লাউজের কম্বিনেশনটা কিন্তু মন্দ যাবে না। সঙ্গে আজিও-র হাতের আংটি এবং কানে পিকক ব্রাস ঝুমকো দুল।

কিনুন কলমকারি প্রিন্ট কটন শাড়ি, সাউথ কটন কলার্ড ব্লাউজ, হাতের আংটি এবং ঝুমকো দুল

এভাবেই নিজেকে আলাদা করুন বাকিদের থেকে

লো নেক স্লিভলেস কুর্তা। সঙ্গে গলায় জরির কাজ করা চান্দেরি স্টোল। আর হাতে ফ্ল্যাপ ব্রোকেড ক্লাচ ব্যাগ। এই ড্রেস কম্বিনেশনটাই আপনাকে মণ্ডপের বাকিদের থেকে একদম আলাদা করে দেবে। সঙ্গে আজিও-র গোল্ডেন স্লিং ব্যাক জুতো আর ঝুমকো দুল আপনাকে দেবে একদম অন্য একটা লুক।

কিনুন এই চান্দেরি স্টোল, ফ্ল্যাপ ব্রোকেড ক্লাচ ব্যাগ, গোল্ডেন স্লিং ব্যাক জুতো এবং ঝুমকো দুল

ট্র্যাডিশনাল লুকেও মন জয় করুন অন্যের

পুজোয় শাড়ি পড়বেন না এমনটা হয় নাকি! এবারের পুজোয় নবমীর রাতে ম্যাডক্স গেলে ট্রাই করতে পারেন এই কম্বিনেশনটি। খাঁটি সিল্কের চান্দেরি শাড়ির সঙ্গে কুন্দন স্টোন ব্রাস হার, অর্ধচন্দ্রাকার কুন্দন কানের দুল আর পায়ে আজিও-র এই জুতো। সিধেসাধা, ছিমছাম এই লুকটা কিন্তু মন্দ লাগবে না।

কিনুন আজিও-র খাঁটি সিল্কের চান্দেরি শাড়ি, কুন্দন স্টোন ব্রাস হার, কুন্দন কানের দুলজুতো

ট্রাই করতে পারেন জরির কাজ করা মাহেশ্বরী কটন সিল্কও

মডার্ন অথচ পুরাতনের টানও বিদ্যমান। জরির কাজ করা মাহেশ্বরী কটন সিল্কের সঙ্গে হ্যান্ডব্লক প্রিন্টের ব্লাউজ। সঙ্গে আজিও-র মানানসই দুল এবং জুতো। পুজোর সকালে এই লুক কিন্তু আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে।

কিনুন মাহেশ্বরী কটন সিল্ক শাড়ী, হ্যান্ডব্লক প্রিন্টের ব্লাউজ, কানের দুল এবং জুতো

ফ্যামিলি ট্রিপের জন্যে না হয় তোলা থাক এই কম্বিনেশনটা

বন্ধু-বান্ধব বা অফিস কলিগ তো রয়েছেই। কিন্তু পুজোতে পরিবারের সঙ্গে বেরোবেন না, তা কী হয়! সেই দিনও ট্র্যাডিশনাল ড্রেসের থেকে পছন্দের আর কী-ই বা হতে পারে! শাড়ির সঙ্গে সাউথ কটনের ব্লাউজ আর হাতে এম্ব্রোইডারির কাজ করা প্রিন্টেড ব্যাগ। কানে আজিও-র কুন্দন ঝোলানো কানের দুল আর পায়ে স্ট্র্যাপি হিল-এর জুতো। ব্যাস, কেল্লা ফতে।

কিনুন এই সাউথ কটনের ব্লাউজ, প্রিন্টেড ব্যাগ, কুন্দন কানের দুলস্ট্র্যাপি হিল-এর জুতো

দশমীর সকালটাও কাটুক শাড়িতেই

অন্যান্যবার আপনি হয়তো দশমীর বিকেলেই শাড়ি পড়েন। এবার সকালটাও শাড়িতেই কাটান। জরির কাজ করা পাড়ের শাড়ির সঙ্গে হ্যান্ডব্লক প্রিন্টের ব্লাউজ। আর কাঁধে এম্ব্রোইডারির কাজ করা প্রিন্টেড ব্যাগ। দশমীর সকালেও এই লুক আপনাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে।

কিনুন জরির কাজ করা পাড়ের শাড়ি, হ্যান্ডব্লক প্রিন্টের ব্লাউজ, গলার হার ও কানের দুলের সেট, প্রিন্টেড ব্যাগ

বিদায়বেলায় সিঁদুর খেলায় শাড়িটা কিন্তু চাই-ই চাই

দশমী। মা চলে যাচ্ছেন। ১০ দিন কাটিয়ে এবার বিদায়ের পালা। বরণ করার সময় কিংবা গঙ্গার ঘাটে আপনাকে আলাদা ভাবে চিনিয়ে দেবে এই ড্রেসটি। কলমকারি প্রিন্টের শাড়ির সঙ্গে তসর সিল্কের ব্লাউজ। আর কানে গোল্ড প্লেটেড ঝোলা কানের দুল।

কিনুন কলমকারি প্রিন্টের শাড়ি, তসর সিল্কের ব্লাউজ, গোল্ড প্লেটেড ঝোলা কানের দুলঅ্যাঙ্কেল স্ট্র্যাপ জুতো

তাহলে আর দেরি কেন? আজই লগ ইন করুন আজিও.কম-এ আর সম্পূর্ণ করে নিন আপনার পুজোর শপিং।

সকলকে দুর্গা পুজোর অগ্রিম প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

Fashion Trends AJIO
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy