Advertisement
১০ মে ২০২৪
Fern

অন্দরসজ্জায় বাহারি ফার্ন

অতিরিক্ত জল ফার্নের বৃদ্ধিতে সাহায্য করে না। নজর রাখতে হবে রোদের পরিমাণের উপরেওবৈচিত্রের নিরিখে ফার্নের ভান্ডার সমৃদ্ধ। তবে এ দেশে সবচেয়ে বেশি প্রচলিত ইনডোর ফার্ন হল বস্টন ফার্ন।

বস্টন ফার্ন

বস্টন ফার্ন

মধুমন্তী পৈত চৌধুরী
কলকাতা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২০ ০২:৫৬
Share: Save:

ইনডোর প্ল্যান্ট হিসেবে ফার্নের কদর রয়েছে। বিশেষত রান্নাঘর ও বাড়ির ঝুলবারান্দায় ফার্নের শোভা সবুজের আমেজ তৈরি করে। টবে বা কাঠের কোনও তক্তার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এর বৃদ্ধি ভাল হয়। টেরারিয়ামের (কাচের পাত্রে ইকো-সিস্টেম তৈরি করে গাছ লাগানো ও তার পরিচর্যা) জন্য ফার্ন আদর্শ। অনেকে আবার স্নানের ঘরেও ফার্ন রাখেন। আসলে ফার্নের পরিচিতি তার জলের খিদের জন্য। তবে মনে রাখতে হবে, ফার্ন স্যাঁতসেতে ভাব পছন্দ করে। কিন্তু গাছের গোড়ায় জল জমতে দেওয়া যাবে না।

বৈচিত্রের নিরিখে ফার্নের ভান্ডার সমৃদ্ধ। তবে এ দেশে সবচেয়ে বেশি প্রচলিত ইনডোর ফার্ন হল বস্টন ফার্ন। এই গাছ লাগানো ও পরিচর্যা করার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে মনে রাখা খুব জরুরি।

বস্টন ফার্ন

• মাটি: বস্টন ফার্নের ভাল বৃদ্ধির জন্য উপযুক্ত মাটি তৈরি করা দরকার। কারণ সাধারণ গার্ডেন সয়েলে আর্দ্রতার ভারসাম্য বজায় রাখা কঠিন কাজ। এই গাছের জন্য মাটি এমন হতে হবে, যা জল ধরে রাখে অথচ জল দাঁড়াতে দেয় না। তাই ২৫ শতাংশ গার্ডেন সয়েল, ২৫ শতাংশ ভার্মিকমপোস্ট, ১০ শতাংশ বালি এবং ২৫ শতাংশ মিহি স্টোনচিপস নিয়ে ভাল করে মিশ্রণটি চাপতে হবে। মিশ্রণটি ভাল করে চেপে হাতের মুঠো খুলে দিলে যদি ঝুরঝুর করে মাটি পড়ে যায়, সেই মাটি বস্টন ফার্নের জন্য আদর্শ।

• জল: সকালে এবং বিকেলে রোদ ওঠার আগে জল দিলে ভাল। মাটি খুব শুকনো হলেই জল দিতে হবে। স্প্রেয়ার দিয়ে জল দিেত পারেন।

• আলো: রোদে ফার্নের বৃদ্ধি ভাল হয় না। তাই উজ্জ্বল আলো অথচ আধো-ছায়া আছে (সেমি-শেড) এমন জায়গা এর জন্য আদর্শ।

• জলনিকাশি ব্যবস্থা: টবের গোড়ায় যদি স্টোনচিপস ও বালির সঙ্গে মাটি শক্তপোক্ত করে দেওয়া যায়, তবে কখনওই জল দাঁড়াবে না। গাছের গোড়াও পচবে না।

• মালচিং: আর্দ্রতা বজায় রাখার জন্য টবের মাটির উপরটা ঢেকে দিলে ভাল। শুকনো পাতা, কাঠের ছোট ছোট চোকলা বা টুকরো দিয়ে মাটি ঢেকে দিলে ভিজে ভাবটা বজায় থাকে। ফার্নের জন্য বেশ উপকারী।

বস্টন ফার্ন ছাড়াও স্ট্যাগহর্ন ফার্ন, অ্যাসপারাগাস ফার্ন, বার্ডস নেস্ট ফার্ন, ইস্ট-ইন্ডিয়ান ফার্ন প্রভৃতিরও চাহিদা রয়েছে।

স্ট্যাগহর্ন ফার্ন

সাধারণত টবে এই গাছ করা হয় না। কোনও কাঠের তক্তার সঙ্গে বা কোনও পরিণত গাছের বড় ডালের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। মাটির প্রয়োজন হয় না বলেই এ ক্ষেত্রে স্প্রেয়ার দিয়ে জল দেওয়াই ভাল। পারিপার্শ্বিক পরিবেশ থেকেই সে নিজের মতো করে আর্দ্রতা নিয়ে নেয়। হালকা আলো এবং সেমি-শেড দেওয়া জায়গায় এই গাছ ভাল বাড়ে। সাধারণত ভাল ফার্ন পরিণত গাছের নীচেই ভাল হয়।

বার্ডস নেস্ট ফার্ন

এর পাতাগুলি আকারে বেশ বড় হয়। চারদিক থেকে বেড়ে বেশ ঝাঁকড়া হয়ে যায়। বড় পাতার জন্য এগুলি দেখতেও সুন্দর লাগে।

কোবরা ফার্ন

বার্ডস নেস্ট ফার্নের একটি রূপভেদ কোবরা ফার্ন। এটিও বাড়িতে অনেকেই রাখেন। এর পাতাগুলোর আকার ও আকৃতি সাধারণ ফার্নের চেয়ে একেবারে আলাদা। সাপের ফনার মতো পাতাগুলো দেখতে হয় বলে এর নাম কোবরা ফার্ন।

ঝাঁঝরি জাতীয় ঝুড়িতে মোটা ফেল্টের উপরে অল্প ভার্মিকমপোস্ট, অল্প পারমিকিউলাইট ও মাটি দিয়ে এই ফার্ন লাগাতে হয়। রানারের মাধ্যমে ফার্ন শিকড় ছড়ায়। ফেল্ট শিকড়ের বৃদ্ধিতে ভাল সাহায্য করে। পাশাপাশি ফেল্ট ভিজে থাকে কিন্তু জল দাঁড়াতে দেয় না। তাই সে দিক দিয়েও এটি ফার্নের জন্য সহায়ক।

ফক্সটেল ফার্ন

গার্ডেনিংয়ে বিশেষজ্ঞ যাঁরা, তাঁদের মতে এটি আসলে ফার্নের প্রজাতি নয়। বরং এটি অ্যাসপারাগাসের প্রজাতি। কিন্তু স্থানীয় বাজার বা নার্সারিতে ফক্সটেল ফার্ন নামেই এটি পাওয়া যায়। জানালার ধারে বা ঝুল বারান্দায় এর শোভা ভাল লাগে।

অ্যাডিয়েন্টাম ফার্ন

টেরারিয়ামের জন্য এই ফার্নের চাহিদা রয়েছে। এ ক্ষেত্রে অন্য প্রজাতির ফার্নও ব্যবহার করা যায়। তবে অ্যাডিয়েন্টাম বাঁচিয়ে রাখা বেশ ঝুঁকিপূর্ণ। অর্থাৎ বেশি যত্ন নিলেও এর ক্ষতি হয়। তাই এর যত্ন সম্পর্কে সম্যক ধারণা প্রয়োজন।

ফার্নের পরিচর্যার মূল কথা হচ্ছে, এর বাড়বৃদ্ধির জন্য জলের পরিমাণ সম্পর্কে সচেতন থাকা। কখনওই এই গাছ রোদে রাখা যাবে না। কোন ফার্নে কতটা যত্ন প্রয়োজন, সেটা সম্পর্কেও ধারণা স্পষ্ট থাকা দরকার। টবের চেয়েও ঝুড়িতে ফার্নের বৃদ্ধি ভাল হয়। অনলাইন স্টোরে বা নার্সারিতে কোকো কয়ার বাসকেটে ফার্ন লাগানোর অনেক নমুনা দেখতে পাবেন। এই হ্যাঙ্গিং ঝুড়িই ফার্নের জন্য আদর্শ।

তথ্য সহায়তা: অদিতি চক্রবর্তী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fern Indoor Plant Boston Fern Staghorn Fern
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE