লিঙ্গের ভেদাভেদ কমছে সব ক্ষেত্রেই। এক সময়ে রোজের রূপচর্চার নিয়ম ছিল শুধু মেয়েদের জন্যই। কিন্তু দিন বদলেছে। নিজেদের ত্বক, চুল নিয়ে এখন কম সচেতন নন পুরুষরাও। উৎসবের মরসুমে রূপচর্চা নিয়ে যদি চিন্তিত হয়ে পড়েন, তবে রইল কিছু পরামর্শ।
ত্বক পরিষ্কার করা, টোন করা এবং ময়শ্চারাইজার দেওয়া হল চর্চার মূল তিনটি ধাপ। কিন্তু উৎসবের সময়ে ত্বকের জেল্লা ধরে রাখতে আরও কয়েকটি দিকে নজর দেওয়া জরুরি।
কী কী করতে হবে এ সময়ে উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য?