অনেকের ঠোঁট অতিরিক্ত শুকিয়ে যায়। তাই চামড়া উঠে রুক্ষ হয়ে যায়। আবার অনেকের বদভ্যাস থাকে বারবার ঠোঁট কামড়ে ফেলার। তবে শুকনো ঠোঁটের সমস্যা শুধু শীতকালের নয়। যে কোনও মরসুমে যে কোনও বয়সে এই সমস্যা হতে পারে। শুধু যে দেখতে খারাপ লাগে তা নয়, অতিরিক্ত শুকনো ঠোঁটের সমস্যা শরীরের অন্য কোনও সমস্যার ইঙ্গিতও হতে পারে। ভিটামিনের অভাব বা শরীরে ডিহাই়ড্রেশনের সমস্যা হলেও ঠোঁট শুকিয়ে যায়। তবে নরম ঠোঁট পাওয়ার কিছু ঘরোয়া টোটকা জানা থাকলে অনেকটাই নিশ্চিন্ত হতে পারেন। সঙ্গে পুষ্টিকর ফল-সব্জি এবং পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াও প্রয়োজন।