কর্মব্যস্ত জীবন, সারা দিনের পরিশ্রম ও ঘরে-বাইরে সামাল দিতে গিয়ে চেহারার অযত্ন প্রায়শই হয়। সপ্তাহান্তে বা মাসান্তে এক বার স্যাঁলোতে গিয়ে ত্বক ও চুল পরিচর্যার সময় কারও কারও বেরলেও অনেকেই আছেন, যাঁদের সেটুকু অবসরও থাকে না। কারও ক্ষেত্রে প্রতি বার স্যাঁলোর এই খরচ টানাও মাগ্গিগণ্ডার বাজারে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
বিশেষ করে এই শীতে চুলের শুষ্ক ও রুক্ষ ভাব কমাতে মাসে একটা হেয়ার স্পা কিংবা হেয়ার ট্রিটমেন্টের দ্বারস্থ হন অনেকেই। আপনি কি সেই সময়টুকুও পাচ্ছেন না? ক্রমে শুষ্ক ও পাতলা হয়ে যাচ্ছে চুল? তা হলে আপনি ভরসা করতেই পারেন বেশ কিছু ঘরোয়া উপায়ের, যা মোটেও সময়সাপেক্ষ নয় এবং নিয়ম করে ব্যবহার করলে চুলের স্বাস্থ্যরক্ষায় অব্যর্থ হয়ে ওঠে।
রূপবিশেষজ্ঞ ঝরনা দত্ত জানালেন এমন কিছু ঘরোয়া উপায় ও কৌশলের কথা, যা মেনে চললে চুল ঝরে যাওয়া বা পাতলা হওয়া থেকে রেহাই মিলবে দ্রুত। সহজলভ্য উপাদান ও নামমাত্র খরচে চুলের এই সব যত্ন নিয়ে এই শীতেও চুলকে রাখুন জেল্লাদার ও সুস্থ।