নক্খি হ্রদ: গাছপালা আর পাহাড়ে ঘেরা এই হ্রদ নিয়ে রয়েছে পৌরাণিক উপাখ্যান। বালাম রাশিয়া নামের এক ব্যক্তি ওই অঞ্চলের রাজার মেয়েকে বিয়ে করতে চাইলে, রাজা শর্ত দেন এক রাতের মধ্যে একটি হ্রদ কেটে দেওয়ার। বালাম এক রাতের প্রচেষ্টায় নখ দিয়েই নাকি কেটে ফেলেন এই নক্খি হ্রদ! হ্রদের নীল গভীর জল চারপাশের নৈঃশব্দ্য মন টানবেই। ছবি: পিক্সঅ্যাবে।
অচলগড় প্রাসাদ: ইট-কাঠ-পাথরের খাঁজে এখানে সত্যি ইতিহাস কথা কয়। মেবারের শাসক মহারানা কুম্ভর বানানো এই দুর্গ ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে এর ঐতিহ্য ও গঠনশৈলির জোরে। গোপন কুঠুরি, সুড়ঙ্গপথ, ঝুলবারান্দা-সহ এই প্রাসাদ যেন সরিয়ে নিয়ে যায় তৎকালীন সময়ে। দুর্গের বারান্দা থেকে উপভোগ করুন গোটা অঞ্চলের দৃশ্য। ছবি: শাটারস্টক।